Monday 6th of May 2024
Home / আঞ্চলিক কৃষি / বারি’তে বিভিন্ন ফসলের সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বারি’তে বিভিন্ন ফসলের সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Published at জুলাই ১৭, ২০২৩

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে আজ সোমবার (১৭ জুলাই) “বাংলাদেশের বিভিন্ন ফসলের সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা প্যাকেজ” বিষয়ক নলেজ শেয়ার শীর্ষক দিনব্যাপী কর্মশালা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল মেইজ এন্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার (সিমিট) এবং ভার্জিনিয়া টেক (ভিটি) এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় বারি, ব্রি, বিডব্লিউএমআরআই এর বিজ্ঞানীবৃন্দ, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ডিএই, এনজিও এবং বিভিন্ন পেস্টিসাইড কোম্পানীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) জনাব মো. মাহবুবুল হক পাটওয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বারি’র সাবেক পরিচালক ও সিমিট-বাংলাদেশ এর সিনিয়র কনসালট্যান্ট ড. সৈয়দ নূরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং আইপিএম গবেষণা বিষয়ে সাম্প্রতিক অর্জন এর উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন বারি’র কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্ত।

This post has already been read 1215 times!