Monday 29th of April 2024
Home / অন্যান্য / বারি’তে এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

বারি’তে এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

Published at জুলাই ১৭, ২০২৩

গাজীপুর সংবাদদাতা: দেশব্যাপী ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধের অংশ হিসেবে আজ  সোমবার (১৭ জুলাই) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) প্রাঙ্গণে এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম,  পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (উদ্যানতত্ত্ব) ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস, কৃষি গবেষণা কেন্দ্র, গোপালগঞ্জ এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এম কামরুজ্জামান এবং খামার বিভাগ এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মোহন্ত। এছাড়াও বারি’র সকলস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন পরবর্তী বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া এডিস মশাবাহিত একটি রোগ। এডিস মশার জন্ম হয় জমে থাকা পানিতে। মাঠ বা ভবনে জমে থাকা পানি প্রতি তিন দিন অন্তর সরিয়ে ফেলতে হবে। বাড়ির বা অফিসের সৌন্দর্য বর্ধনের জন্য রাখা ফুলের টব নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট প্লেসসহ মানুষ থাকে এমন জায়গার আশ পাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। আমাদের সবার সচেতনতাই ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে সবাইকে পরিত্রাণ দিতে পারে।

This post has already been read 687 times!