Friday , March 21 2025

বারি’র গবেষণা মাঠ পরিদর্শন করলেন কৃষি সচিব

গাজীপুর সংবাদদাতা: কৃষি সচিব ওয়াহিদা আক্তার আজ (০৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের গবেষণা মাঠ পরিদর্শন করেন। এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি র বক্তব্য রাখেন ওয়াহিদা আক্তার|

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এ সময় আরো উপস্থিত ছিলেন রেহানা ইয়াছমিন,যুগ্মসচিব , গবেষণা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়; ড. সাবিনা ইয়াসমিন, যুগ্মসচিব, গবেষণা অধিশাখা, কৃষি মন্ত্রণালয়; ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ); ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (সেবা ও সরবরাহ); ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (গবেষণা)। এছাড়াও বারির সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

কৃষি সচিব গবেষণা মাঠ পরিদর্শন শেষে বারি’র বিজ্ঞানীদের সময়ের প্রয়োজনকে সামনে রেখে গবেষণা কার্যক্রম এগিয়ে নেবার নিদের্শনা প্রদান করেন।

This post has already been read 2469 times!

Check Also

জুলাই শহীদদের কাছে আমরা সবাই ঋণী -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

খুলনা সংবাদদাতা : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই এর শহীদ ও আহত …