শনিবার , জুলাই ২৭ ২০২৪

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের নতুন অতিরিক্ত পরিচালকের যোগদান    

মো. আমিনুল ইসলাম (রাজশাহী): (০৭মার্চ) বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পরিচালক-এর কার্যালয়ে অধ্যক্ষ,এটিআই,ঈশ্বরদী, পাবনা হতে পদোন্নতি হয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের নতুন অতিরিক্ত পরিচালক হিসেবে যোগদান করেন কৃষিবিদ মো. মাহমুদুল ফারুক (পরিচিতি নং -১৭৮৬)। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের নতুন অতিরিক্ত পরিচালক হওয়ায় কৃষিবিদ মো. মাহমুদুল ফারুক -কে রাজশাহী অঞ্চলের উচ্চ পর্যায়ের কমকর্তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় নবনিযুক্ত অতিরিক্ত পরিচালক বলেন, কৃষি সেক্টরে উন্নয়নের ফলে দেশে এখন উচ্চ শিক্ষিত তরুনদের কর্ম সংস্থানের মাধ্যমে বেকারত্ব অনেকাংশেই ঘুঁচিয়েছে। এজন্য তিনি প্রথমে কৃষিবান্ধব সরকারের প্রশংসা করেন এবং কৃষি সেক্টরে নিযুক্ত সকল কর্মকর্তা কর্মচারিদের সাধুবাদ জানান। কৃষি বিভাগের কার্যক্রম বর্তমান সরকারের হাত ধরে আরো সম্প্রসারিত হবে এমনটাই বলেন  তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক-এর কার্যালয়ের উপপরিচালক মো: মোতালেব হোসেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, অতিরিক্ত পরিচালক-এর কার্যালয়ের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব খাঁ, পার্টনার প্রোগ্রামের উপপরিচালক মো: আব্দুল লতিফ প্রমুখ । এছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তারা বলেন নবনিযুক্ত অতিরিক্ত পরিচালক-এর হাত ধরে নতুন নতুন কৃষি প্রযুক্তির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে রাজশাহী অঞ্চলের কৃষি বিভাগ একটি স্মার্ট কৃষিতে পরিপূর্ণতা লাভ করবে।

This post has already been read 802 times!

Check Also

গোদাগাড়ীতে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মো. এমদাদুল হক (রাজশাহী) : রাজশাহীর গোদাগাড়ীতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন …