বুধবার , সেপ্টেম্বর ১১ ২০২৪

বরিশালে কৃষির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) নগরীর খামারবাড়িতে ডিএইর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডিএই বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান।

জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিযমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রেজাউল হাসান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মুসা ইবনে সাঈদ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন নাহার, বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, বরিশাল সদরের উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বৈজ্ঞানিক কর্মকর্তা সোহেল মিয়া, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।

সভায় বরিশাল জেলায় খাদ্য উৎপাদন বাড়ানোর ধারাবাহিকতা বজায় রাখতে মাঠ পর্যায়ে কৃষকদের পারামর্শ আরো জোরদারের আহবান জানানো হয়। পাশাপাশি দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহ হতে ফসলকে কীভাবে রক্ষায় করা যায় সে বিষয়েও আলোচনা হয়।  এর আগে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিএই, ব্রি, বিনা এবং কৃষি তথ্য সার্ভিসের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 849 times!

Check Also

বারি’র “অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৪” এর কার্যক্রম শুরু

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ‘অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৪’ …