Saturday 27th of April 2024
Home / আঞ্চলিক কৃষি / ফরিদপুরে সমন্বিত বালাই ব্যবস্থাপনা’’ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

ফরিদপুরে সমন্বিত বালাই ব্যবস্থাপনা’’ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

Published at মার্চ ২৮, ২০২৪

ফরিদপুর সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর এবং সিমিট বাংলাদেশ ফরিদপুরের আয়োজনে বৃহস্প্রতিবার (২৮ মার্চ) ফরিদপুর সদর উপজেলার শোলাকুন্ডু গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই ফরিদপুর সদরের উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন।

ডিএই ফরিদপুরের উপপরিচালক বলেন, আমরা যদি নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি। পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা পাবে তেমনই আমাদরে জীবন থাকবে নিরাপদ, এই নিরাপদ খাদ্য আমরা দেশেই বাইরে রপ্তানি করে অধিক লাভবান হতে পারবো। যেসব ডিলার প্রতিনিধি উপস্থিত আছেন আপনারা সবাই দোকানে একটা করে জৈব বালাইনাশক কর্ণার স্থাপন করার আহবান জানান। আমরা যাহারা এখানে উপস্থিত আছি সবাই জৈব বালাইনাশক ব্যবহার করবো এবং অন্য কৃষকদের এই কথা গুলো পৌছে দিবো এতে করে আমরা সকলেই উপকৃত হতে পারি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওএফআরডি ফরিদপুরের উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিমিট ফরিদপুরের কো-অর্ডিনেটর জনাব মো. জাকারিয়া হাসান।

গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র কনসালটেন্ট সিমিট বাংলাদেশ এবং বারি’র প্রাক্তন পরিচালক জনাব ড. সৈয়দ নুরুল আলম।

গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র কনসালটেন্ট সিমিট বাংলাদেশ এবং ডিএই প্রাক্তন মহাপরিচালক ড. মো. আব্দুল মুইদ।

মাঠ দিবসে ১০০ জন কৃষক কৃষাণী এবং ১২ জন কীটনাশক ডিলার অংগ্রহন করেন।

This post has already been read 402 times!