মঙ্গলবার , অক্টোবর ৮ ২০২৪

পাবিপ্রবি’র নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল

আব্দুল কাইউম (পাবনা) : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও আচার্যের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানা যায়।

অধ্যাপক আব্দুল আওয়াল কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

This post has already been read 348 times!

Check Also

সফল কর্পোরেট লীডার হওয়ার মূলমন্ত্র জানালেন এসিআই এর ডা. আমজাদ

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: জ্ঞান, দক্ষতা এবং আচরন -এই তিনটি বিষয়ের উন্নতি এবং বিষয়গুলোর প্রতি খেয়াল রাখলে …