শনিবার , জুলাই ২৭ ২০২৪

বরিশালে লেবুজাতীয় ফসলের কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে লেবুজাতীয় ফসলের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ এপ্রিল) নগরীর মৎসবীজ খামারের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএইর অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান। বিশেষ অতিথি ছিলেন ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. ফারুক আহমদ।

বরিশাল সদরের কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুবা নার্গিস লিনার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান, পিরোজপুরের উপপরিচালক মো. নজরুল ইসলাম, নেছারাবাদের উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ, ঝালকাঠি সদরের উপজেলা কৃষি অফিসার আলী আহমেদ, উজিরপুরের অতিরিক্ত কৃষি অফিসার প্রশান্ত হাওলাদার প্রমুখ।  কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান

অনুষ্ঠানে অতিথি বলেন, একজন পূর্ণবয়স্ক লোকের দৈনিক ২০০ গ্রাম ফল খাওয়া দরকার। অথচ আমরা খেতে পাই মাত্র ৪০-৪৫ গ্রাম। তাই অন্যান্য ফলের পাশাপাশি লেবুজাতীয় ফলের আবাদ বাড়ানো দরকার। তবেই পুষ্টির নিরাপত্তা নিশ্চিত হবে।

This post has already been read 892 times!

Check Also

গোদাগাড়ীতে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মো. এমদাদুল হক (রাজশাহী) : রাজশাহীর গোদাগাড়ীতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন …