Monday , July 14 2025

বারিতে করণীয় নির্ধারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর আয়োজনে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বারি’র মহাপরিচালকের সভাকক্ষে বারিতে করণীয় নির্ধারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. জহুরুল করিম; সাবেক মহাপরিচালক (বারি) ড. মো. মতিউর রহমান; সাবেক মহাপরিচালক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) ড. রহিমউদ্দিন আহম্মেদ; সাবেক পরিচালক (পরিকল্পনা ও মূলায়ন উইং, বারি) ড. সৈয়দ নূরুল আলম; পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ; পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম; পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম; পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ; পরিচালক (চলতি দায়িত্ব) কেজিএফ প্রকল্প, বিএআরসি, ড. সুরাইয়া পারভীন। এছাড়াও বারি’র বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।

 

This post has already been read 3173 times!

Check Also

ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুর সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা বুধবার (০২ জুলাই) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ ফরিদপুর …