Thursday 19th of May 2022
Home / সংগঠন ও কর্পোরেট সংবাদ / এসিআই পরিচালক নাজমা দৌলা’র মৃত্যুতে বিপিআইসিসি’র শোক

এসিআই পরিচালক নাজমা দৌলা’র মৃত্যুতে বিপিআইসিসি’র শোক

Published at জুলাই ৩০, ২০২১

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: এসিআই লিমিটেডের চেয়ারম্যান জনাব এম. আনিস উদ্ দৌলা’র স্ত্রী, এসিআই ও এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টর মিসেস নাজমা দৌলা’র মৃত্যুতে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

বিপিআইসিসি সভাপতি মসিউর রহমান স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়, মিসেস নাজমা দৌলা’র মৃত্যুতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও তার সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। আমরা মরহুমা’র আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা মরহুমার পরিবারের সদস্যবৃন্দকে এ শোক সংবরণ করার তৌফিক দান করুন এবং মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন!

উল্লেখ, গত বুধবার (২৮ জুলাই) রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তাঁর স্বামী জনাব এম. আনিস উদ্ দৌলা, মেয়ে জনাবা সুস্মিতা আনিস, ছেলে ড. আরিফ দৌলা, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

গত বৃহস্পতিবার দুপুরে জানাজার পর মরহুমাকে গাজীপুরের কান্ট্রি হাউজের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

This post has already been read 573 times!