নিজস্ব প্রতিবেদক: অবশেষে কৃষকের সাথে খারাপ ব্যবহার করা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে বদলীর আদেশ দেয়া হয়েছে। আজ রাতে (বৃহস্পতিবার, ৪ এপ্রিল) কৃষি মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছে।
মানিকগঞ্জের শিবালয়ে একজন কৃষক উপজেলা কৃষি অফিসে পরামর্শের জন্য আসলে তাঁর সঙ্গে উক্ত কৃষি কর্মকর্তা ভালো ব্যবহার করেননি বলে সামাজিক যোগড়াযোগ মাধ্যমে তুমুল আলোচনার ঝড় উঠে। এরই পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় বিষয়টি দ্রুত খতিয়ে দেখতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে নির্দেশ দেয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি কর্মকর্তাকে ফরিদপুরের সালথা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে দিনাজপুর বদলি করেছে।