Tuesday 18th of June 2024
Home / সংগঠন ও কর্পোরেট সংবাদ / এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

Published at নভেম্বর ১৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের (এআইএসসি) ২০২৩-২০২৫ অর্থ বছরের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নিয়ন্ত্রনাধীন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের (এআইএসসি) ৩য় বার্ষিক সাধারণ সভায় উক্ত কমিটি গঠন করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের সভাপতি  নূরুল কাইয়ুম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব)  মুসরাত মেহ জাবীন।

এতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নূরুল কাইয়ুম খান,প্রেসিডেন্ট, বাংলাদেশ মেরিন ফিশারিজ এসোসিয়েশন); সিনিয়র সহ সভাপতি হিসেবে কৃষিবিদ ডা. এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি, এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ; ২য় সহ-সভাপতি হিসেবে কৃষিবিদ ড. আরিফ মাহমুদ, সভাপতি, মাশরুম গ্রোয়ারস এসোসিয়েশন অব বাংলাদেশ এবং ৩য় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক, শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ। এছাড়া মোল্লা সামছুর রহমান শাহীন, সভাপতি, ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ফোয়াব) পরিচালক (অর্থ) নির্বাচিত হন।

এছাড়া ওপরিচালক পদে  ছৈয়দ আহমেদ, সভাপতি, মেরিন হোয়াইট ফিশ ট্রলার ওনার্স এসোসিয়েশন;  মোহাম্মদ ইসমাইল খান, সেক্রেটারি, শিবগঞ্জ ম্যাগো প্রডিউসারস কো-অপারেটিভ সোসাইটি লি:;  মোহাম্মদ এবাদুল্লাহ আফজাল, সভাপতি, বাংলাদেশ বি-কিপারস ফাউন্ডেশন;  মো. সাইফুর রহমান, সহ-সভাপতি, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি; মো. হাসিবুল হাসান, সভাপতি, বাংলাদেশ গোট এন্ড শীপ ফার্মারস এসোসিয়েশন; মো. মেসবাহ উদ্দিন, সভাপতি, বাংলাদেশ প্লান্ট নার্সারীম্যান সোসাইটি; কে এম অলিউর রহমান বাবুল, সহ-সভাপতি, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন;  ওমর-বিন-আবদাল আজিজ, সভাপতি, ১০-৩০ একর শ্রিম্প প্রজেক্ট ওনার্স এসোসিয়েশন;  এহতেশাম বি. শাহজাহান, সাবেক সভাপতি, ফিড ইন্ড্রাষ্ট্রিজ এসোসিয়েশন অব বাংলাদেশ; মো. সাজ্জাদ হোসেন, সভাপতি, বাংলাদেশ মৎস্য হ্যাচারী ও খামার মালিক সমিতি ময়মনসিংহ; ডা. মনজুর মোর্শেদ খান, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাষ্ট্রিজ এসোসিয়েশন; এম সাইদুজ্জামান, সভাপতি, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন; ড. মো. আলী আফজাল, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ সীড এসোসিয়েশন; শাহ মো. ইমরান, মহাসচিব, বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন; মো. রাকিবুর রহমান টুটুল, সাবেক সভাপতি, বাংলাদেশ ব্রিডার্স এসোসিয়েশন; মসিউর রহমান, সাবেক সভাপতি, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল নির্বাচিত হয়।

This post has already been read 1261 times!