Thursday , July 17 2025

WVPA-BB’র উদ্যোগে পোল্ট্রি গবেষণায় প্রথমবারের মতো ‘3 মিনিট থিসিস’ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে প্রথমবারের মতো পোল্ট্রি সেক্টরে গবেষণারত ভেটেরিনারি শিক্ষার্থীদের নিয়ে ‘3-Minute Thesis (3MT) Presentation Competition’ আয়োজন করতে যাচ্ছে World Veterinary Poultry Association – Bangladesh Branch (WVPA-BB)। এ প্রতিযোগিতার লক্ষ্য হলো দেশের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়গুলোতে পোল্ট্রি বিষয়ক উচ্চশিক্ষা ও গবেষণারত তরুণ প্রতিভাদের গবেষণাকে সর্বসমক্ষে তুলে ধরা।

আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা একটি মাত্র স্লাইড ব্যবহার করে মাত্র তিন মিনিটে তাদের গবেষণা থিসিস উপস্থাপন করবেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিতে নির্বাচিত শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি সায়েন্স বা সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার্স পর্যায়ের গবেষণায় নিয়োজিত রয়েছেন।

নিবন্ধন সংক্রান্ত নির্দেশনা:

  • সক্রিয় WVPA-BB সদস্যদের জন্য রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে (সদস্যতা যাচাই সাপেক্ষে)।
  • নতুন বা নিষ্ক্রিয় সদস্যদের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০০ টাকা, যা সদস্যপদ সক্রিয়করণসহ প্রযোজ্য হবে।
  • 3MT প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য নয়, তবে নির্ধারিত ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

রেজিস্ট্রেশনকারীরা সফলভাবে নিবন্ধন সম্পন্ন হলে ইমেইলের মাধ্যমে নিশ্চিত বার্তা পাবেন।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

রেজিস্ট্রেশন ফর্মের লিংক:
https://forms.gle/qZ9nj3UFGG6xNFjr6

অনুষ্ঠানটি শুধু পোল্ট্রি গবেষণাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করে তুলবে না, বরং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করছেন আয়োজকরা। WVPA-BB সংশ্লিষ্টরা জানান, এই প্রতিযোগিতা বাংলাদেশে পোল্ট্রি গবেষণায় গুণগত পরিবর্তন আনার এক অনন্য প্রয়াস।

This post has already been read 142 times!

Check Also

বাফিটার নতুন সভাপতি সুধীর চৌধুরী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাণিজ (পোলট্রি, ডেইরি ও মৎস্য) খাদ্য খাতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক এই …