শুক্রবার , ফেব্রুয়ারি ১৪ ২০২৫

বাংলাদেশ সীড এসোসিয়েশন খুলনার সভাপতি মুকুল, সম্পাদক রবিউল

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : বাংলাদেশ সীড এসোসিয়েশন খুলনা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্প্রতি খুলনার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী ২ বছরের জন্য মো. হাসান জহির মুকুলকে সভাপতি ও মো. রবিউল ইসলাম মোল্যাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আবুল খায়ের মুন্সী। প্রধান বক্তা ছিলেন কমিটির সাংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক খায়রুল ইসলাম, বিএস এর পরিচালক কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল।

আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, সাবেক অতিরিক্ত পরিচালক ও কৃষি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ এস এম ফেরদৌস, খুলনা জেলা বীজ প্রত্যায়ণ অফিসার কৃষিবিদ নজরুল ইসলাম, বিএসএর নির্বাহী সচিব মো. আকতারুল ইসলাম প্রমুখ।

This post has already been read 2373 times!

Check Also

নবনিযুক্ত ডিএলএস ডিজির সাথে এগ্রো প্রফেশনালস অফ বাংলাদেশ নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন …