Sunday , July 13 2025

ডিএলএস নবনিযুক্ত মহাপরিচালকের সাথে স্কয়ার এগ্রোভেট ডিভিশন প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হক-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন)। রবিবার (৩ মার্চ) সকালে অধিদপ্তর-এ মহাপরিচালক-এর কার্যালয়ে মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হক-কে কোম্পানীর উচ্চ পর্যায়ের কমকর্তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় নবনিযুক্ত মহাপরিচালক দেশের এনিম্যাল হেলথ্ সেক্টরের উন্নয়নে সরকারের পাশাপাশি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন)-এর অবদানের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন) এ সেক্টরে আরো কার্যকর অবদান রাখবে এমনটাই আশা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হক ।

সাক্ষাৎকালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন)এর পক্ষে জনাব জয়ন্ত দত্ত গুপ্ত (জেনারেল ম্যানেজার), মো. আবদুল্লাহ আল নোমান(সিনিয়র এক্সিকিউটিভ,রেগুলেটরি এফেয়ার্স এন্ড লজিস্টিকস), ডাঃ প্রবাল চক্রবর্তী (প্রোডাক্ট এক্সিকিউটিভ) প্রমুখ উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত মহাপরিচালক-এর উত্তরোত্তর সাফল্য ও তার সঠিক দিক নির্দেশনায় প্রাণিসম্পদ অধিদপ্তর নতুন উদ্যমে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন । -বিজ্ঞপ্তি

This post has already been read 3385 times!

Check Also

বাফিটার নতুন সভাপতি সুধীর চৌধুরী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাণিজ (পোলট্রি, ডেইরি ও মৎস্য) খাদ্য খাতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক এই …