Friday 26th of April 2024
Home / আঞ্চলিক কৃষি / বরিশালে সাবেক কৃষি সচিবের বিদায় সংবর্ধনা

বরিশালে সাবেক কৃষি সচিবের বিদায় সংবর্ধনা

Published at নভেম্বর ১৪, ২০২০

নাহিদ বিন রফিক (বরিশাল) : সদ্য অবসরপ্রাপ্ত কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের বিদায় সংবর্ধনা আজ বরিশালের ব্রি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তাদের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।

ডিএই ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার হালদার, ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, ডিএই বরগুনার উপপরিচালক মো. আব্দুল অদুদ খান, ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, বিএডিসির যুগ্ম পরিচালক ড. মো. মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, ডিএই বরগুনার অতিরিক্ত উপপরিচালক মো. বদরুল আলম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ঊধর্বতন  বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার, পাথরঘাটার উপজেলা কৃষি অফিসার শিশির কুমার বড়াল, পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তা প্রমুখ।  কৃষি উন্নয়নে অনন্য অবদানের জন্য বক্তরা তাঁকে ভূয়শী প্রশংসা করেন।

উল্লেখ্য, ১৯৬১ সালের ১৭ অক্টোবর ঝালকাঠির নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। প্রশাসন ক্যাডারে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তিনি সরকারী চাকরিতে যোগদান করেন। ৮ বছরেরও অধিক সময় কৃষি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে ছিলেন। ২০১৮ সালের ১৯ আগস্ট ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। পরে সচিব পদে পদোন্নতি পান। এর আগে শেরপুরের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। ১৬ অক্টোবর তিনি অবসরে যান।

অনুষ্ঠানে ডিএই, কৃষি তথ্য সার্ভিস, ব্রি, বারি, বিনা, বিএডিসি, এসসিএ, এসআরডিআই, বিএসআরআই, বিজেআরআই এবং এটিআই’র অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 2402 times!