
নিজস্ব প্রতিবেদক: দেশের পোল্ট্রি খাতের অন্যতম অগ্রণী সংগঠন ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন – বাংলাদেশ ব্রাঞ্চ (WPSA-BB) এর ২০২৫–২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দুই খ্যাতনামা বিজ্ঞানী — ড. মো. শওকত আলী, প্রফেসর ও বিভাগীয় প্রধান, পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, পশু পালন অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ; এবং ড. মুহাম্মদ আব্দুস সামাদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও দপ্তর প্রধান, ট্রান্সবাউন্ডারি অ্যানিমেল ডিজিজ রিসার্চ সেন্টার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), সাভার।
ওয়াপসা-বিবি সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর তারিখে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এর আগে, গত ২৬ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ২০২৫–২০২৬ মেয়াদের জন্য ওয়াপসা-বিবি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। উক্ত কমিটিতে মোট ২৩ জন সদস্য নির্বাচিত হন, যার মধ্যে সহ-সভাপতি পদ ছিল ৮টি। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ড. শওকত আলী ও ড. আব্দুস সামাদকে সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সংগঠনের সভাপতি শামসুল আরেফিন খালেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁদের অভিজ্ঞতা, নেতৃত্ব ও গবেষণামুখী অবদান ওয়াপসা-বিবি’র কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে, পোল্ট্রি গবেষণা ও আধুনিক প্রযুক্তি উন্নয়নে তাঁদের সম্পৃক্ততা খাতের অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
ওয়াপসা-বিবি’র সংশ্লিষ্ট সূত্র বলছে, নির্বাচিত সহ-সভাপতিদের নেতৃত্বে সংগঠনের গবেষণা, প্রশিক্ষণ ও শিল্প-শিক্ষা সমন্বয়মূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে। তাঁদের একাগ্রতা ও দূরদর্শী দিকনির্দেশনা পোল্ট্রি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সর্বমহলে প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে ওয়াপসা-বিবি’র চলমান উদ্যোগে নতুন এই নেতৃত্ব একটি ইতিবাচক সংযোজন হিসেবে দেখা হচ্ছে।