
নিজস্ব প্রতিবেদক : এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব-AAB)’-এর ৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল (৪ অক্টোবর ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. কামরুজ্জামান কায়সার। যুগ্ম আহ্বায়ক-১ হিসেবে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহাদত হোসেন চঞ্চল এবং যুগ্ম আহ্বায়ক-২ হয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবুল বাশার।
এছাড়া যুগ্ম আহ্বায়ক-৩ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহাদত হোসেন বিপ্লব এবং সদস্য (দপ্তরের দায়িত্বে) হয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জমশেদ আলম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।