
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ)–এর মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন দেশের প্রাণিজ আমিষ খাতের স্বনামধন্য কোম্পানি কোয়ালিটি ফিড এর গ্রুপ পরিচালক এম. সাফির রহমান। সাম্প্রতিক বিপিআইএ (BPIA) নির্বাচনে জয়লাভের পর তিনি সংগঠনের সদস্যদের উদ্দেশে দেওয়া এক লিখিত বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরেন।
তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি পদে নির্বাচিত হওয়ার বিষয় নয়; বরং দেশের পোল্ট্রি শিল্পের সঙ্গে যুক্ত ছোট, মাঝারি ও বৃহৎ খামারিদের আস্থা ও প্রত্যাশার বহিঃপ্রকাশ। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগেই তিনি সংগঠনের প্রতি দায়িত্ববোধ ও শিল্পের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
নির্বাচিত মহাসচিব হিসেবে এম. সাফির রহমান চারটি অগ্রাধিকার নির্ধারণের কথা জানান। এর মধ্যে রয়েছে— ছোট ও মাঝারি খামারিদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা, ফিড ও ইনপুট খাত নিয়ে তথ্যভিত্তিক ও যৌক্তিক অবস্থান গ্রহণ, সরকারের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান এবং প্রয়োজনে সংগঠিতভাবে দাবি আদায়, পাশাপাশি বিপিআইএর ভেতরে স্বচ্ছতা, শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, বিপিআইএর লক্ষ্য শুধু বর্তমান সংকট মোকাবিলায় সীমাবদ্ধ নয়; বরং একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও সম্মানজনক পোল্ট্রি শিল্প গড়ে তোলা, যেখানে খামারিরা ন্যায্য মূল্য পাবেন এবং শিল্পটি দেশের খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করবে।
শেষে তিনি সদস্যদের দেওয়া আস্থা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সততা, সাহস ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি এই দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন।



