
নিজস্বপ্রতিবেদক: বাংলাদেশের পোলট্রি শিল্পের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (BPIA)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গতকাল (১০ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে একটি রিসোর্টে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এই দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। এতে বিপিআইএ’র নেতৃবৃন্দ, সদস্য ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, নানা প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে মাত্র ১২০ দিনের মধ্যে বিপিআইএ’র নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার দায়িত্বকালীন চার মাসে বিপিআইএ’র জন্য একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট চালু করা হয়েছে। এই ওয়েবসাইটে সংগঠনের সব তথ্য নিয়মিত হালনাগাদ রাখার অনুরোধ জানাই।” পাশাপাশি তিনি তাঁর দায়িত্বকালীন সময়ের যাবতীয় কার্যক্রম ও নথিপত্র নবনির্বাচিত নেতৃত্বের কাছে হস্তান্তর করেন।

তিনি আরও বলেন, “আমাদের পোলট্রি শিল্প অত্যন্ত প্রাণবন্ত এবং একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষের দৈনন্দিন প্রোটিনের বড় একটি অংশ আসে এই শিল্প থেকে। তাই এ খাতের সুস্থ ও টেকসই বিকাশ নিশ্চিত করা জাতীয় স্বার্থের বিষয়।”
সভাপতির বক্তব্যে বিপিআইএ’র নবনির্বাচিত সভাপতি মো. মোশারফ হোসেন চৌধুরী বলেন, প্রান্তিক পোলট্রি খামারি থেকে শুরু করে বড় উদ্যোক্তা—সবাইকে নিয়ে একটি শক্তিশালী সেতুবন্ধন গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, “বিপিআইএ’র সবচেয়ে বড় শক্তি হলো—এখানে প্রান্তিক খামারি, ডিলার, ওষুধ কোম্পানি, ব্রিডার ফার্ম, ফিড মিল ও হ্যাচারি মালিক – সবাই এক ছাতার নিচে সরাসরি যুক্ত, যা অন্য কোন সংগঠনে নেই। এই ঐক্যকে কাজে লাগিয়ে আমরা পোলট্রি শিল্পের স্বার্থ আরও দৃঢ়ভাবে সুরক্ষিত করবো।”
নবনির্বাচিত মহাসচিব সাফির রহমান বলেন, “পোলট্রি শিল্পের যৌক্তিক ও সময়োপযোগী নীতিমালা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। খাতের টেকসই উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করাই আমাদের অঙ্গীকার।”
অনুষ্ঠানে নবনির্বাচিত নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মেজবা, মহাসচিব মো. সাফির রহমান, ট্রেজারার মোস্তফা জাহানসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং পোলট্রি শিল্পের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিপিআইএ’র দ্বিবার্ষিক নির্বাচন গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আগে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এক ধরনের পারিবারিক পরিবেশে পিকনিক আয়োজন করা হয়, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
পোলট্রি খাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা মনে করছেন, নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে বিপিআইএ আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে এবং দেশের পোলট্রি শিল্প নতুন গতি পাবে।



