
এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: আকিজ রিসোর্সের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফিডের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার (৭ জানুয়ারি) আকিজ হাউজে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন।
এ সময়ে শেখ জসিম উদ্দিন বলেন,
আমরা আমাদের পণ্যের মান নিয়ে কখনোই আপোষ করি না বিধায়, আকিজের প্রতিটি পণ্যেই মানুষের আস্থা শতভাগ।

আকিজ এগ্রো ফিড লি.-এর সিইও এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, ‘আমাদের দেশে যদি অ্যাগ্রো সেক্টরে উন্নয়ন করতে হয় তাহলে প্রান্তিক খামারিদের জন্য কাজ করতে হবে, আর তাতেই আসবে সফলতা।’
আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান বলেছেন, ‘আকিজ ফিড এক বছরে যা করে দেখিয়েছে তা একটি বেঞ্চমার্ক, যা আকিজ রিসোর্সের সঙ্গেই মানানসই।’

অনুষ্ঠানে আকিজ রিসোর্স-এর চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন বলেন, ‘মাত্র এক বছরে আকিজ ফিড যে উদাহরণ সৃষ্টি করেছে তা অনবদ্য।’
আকিজ এগ্রো ফিড লি.-এর হেড অব অপারেশন মো. শাহীন শরীফ বলেন, “বিগত এক বছর আমাদের সবাই সম্মিলিতভাবে টিমওয়ার্ক করেছে বলেই আজ এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন সম্ভব হয়েছে। আমরা যদি এই ধারাবাহিকতায় এগিয়ে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছাতে পারব।”

এ সময়ে আরো উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড ও আকিজ রিসোর্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য আকিজ এগ্রো ফিড, কম সময়ে সুপার হিট হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি ফিড বাজারে সুদৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আধুনিক ইউরোপিয়ান প্রযুক্তি ও উন্নত কাঁচামাল ব্যবহারের কারণে পোল্ট্রি, গবাদি পশু ও মাছের খামারে এই ফিড ব্যবহারে মিলছে দারুণ ফলাফল। আর তাই ‘রেজাল্ট হিট’ স্লোগানের মাধ্যমেই প্রান্তিক খামারিদের কাছে পৌঁছে যাচ্ছে এগ্রো পণ্যসমূহ ।
আকিজ ফিড উন্নত মানের পণ্য ও খামারিদের সাফল্যের কারণে মাত্র ১ বছরের মধ্যে সুপার হিট সাফল্য অর্জন করতে পেরেছে।
খামারিদের সাফল্যই আকিজ ফিডের সাফল্য—এই দর্শন নিয়ে উন্নত মানের পণ্যের মাধ্যমে মাত্র এক বছরের মধ্যেই আকিজ ফিড খামারিদের আস্থা অর্জনের মাধ্যমে সুপার হিট সাফল্য এনেছে।



