
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ)-এর দ্বিবার্ষিক (২০২৫-২০২৭ মেয়াদ) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘পোল্ট্রি পেশাজীবী পরিষদ’ প্যানেল। নির্বাচনে সভাপতি পদে আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন চৌধুরী (প্রাপ্ত ভোট ৫৩৫) এবং মহাসচিব পদে কোয়ালিটি ফিড লিমিটেডের গ্রুপ পরিচালক এম. শাফির রহমান (প্রাপ্ত ভোট ৫৩৫) নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলস্থ এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পোল্ট্রি খামারি, ডিলার ও ব্যবসায়ীদের ব্যাপক অংশগ্রহণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
একই প্যানেল থেকে সহ-সভাপতি পদে খান এগ্রো ফিড প্রোডাক্টের সায়েদুল হক খান (প্রাপ্ত ভোট ৫০৭) এবং ডায়মন্ড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কৃষিবিদ আসাদুজ্জামান মেজবা (প্রাপ্ত ভোট ৫৩৬) নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন এনার্জি টেকনোলজির মোস্তফা জাহান পলাশ (প্রাপ্ত ভোট ৫১৭)।

যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফ্যামিলি পোল্ট্রি ডেভেলপমেন্ট সার্ভিসের অঞ্জন মজুমদার (প্রাপ্ত ভোট ৫০৮) এবং অগ্রণী ফিডসের আলমগীর হোসেন (প্রাপ্ত ভোট ৫২৬)। প্রচার সম্পাদক পদে এগ্রিমার্টের শফিকুল ইসলাম (প্রাপ্ত ভোট ৫২৯) এবং সমাজকল্যাণ সম্পাদক পদে জান্নাত পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিন কর্নারের গাজী নুর আহম্মদ (প্রাপ্ত ভোট ৫২৫) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্লানেট এগ্রো লিমিটেডের শাহ ফাহাদ হাবীব (প্রাপ্ত ভোট ৫৪০), ওয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেডের মো. এমরান হোসেন (প্রাপ্ত ভোট ৫২২), হলি ফিশারিজ অ্যান্ড এগ্রোর রাশিদ আহম্মদ (প্রাপ্ত ভোট ৫৩৭), রেজিয়া পোল্ট্রি ফার্ম অ্যান্ড ফিশারিজের মো. সোলেমান কবির (প্রাপ্ত ভোট ৫২৪), বোরাক পোল্ট্রি ফিডের মিজানুর রহমান মিন্টু (প্রাপ্ত ভোট ৫৩৮), বেসিক পোল্ট্রি অ্যান্ড ফিশারিজের মোহাম্মদ জহির উদ্দিন (প্রাপ্ত ভোট ৫৩৬), এস বি ট্রেডার্সের খায়রুল বাশার সাগর (প্রাপ্ত ভোট ৫৩৬), গ্রামীণ পোল্ট্রি ফিডস অ্যান্ড মেডিসিন কর্নারের মো. সালাউদ্দিন মুন্সি মুন্না (প্রাপ্ত ভোট ৫২৯), কেইজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নাবিল আহমেদ (প্রাপ্ত ভোট ৫১২) এবং সুরমা পোল্ট্রি অ্যান্ড এগ্রোর ফয়েজ রাজা চৌধুরী (প্রাপ্ত ভোট ৫২৯)।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাংশ সোম মহান (উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়)। বোর্ডের অপর দুই সদস্য ছিলেন মো. সারোয়ার সালাম (সিনিয়র সহকারী সচিব, বাণিজ্য মন্ত্রণালয়) এবং মো. সিরাজুল ইসলাম (সহকারী বাণিজ্য পরামর্শক, বাণিজ্য মন্ত্রণালয়)। প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আব্দুল মালেক। সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন শেখ শামসুল আরেফীন ও আবু হোরায়রা।
নবনির্বাচিত সভাপতি মো. মোশারফ হোসেন চৌধুরী বলেন,
আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে বিপিআইএর সদস্যরা ভোট দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়ন, খামারিদের স্বার্থ সংরক্ষণ এবং সরকারের সঙ্গে কার্যকর সমন্বয়ের মাধ্যমে শিল্পের বিদ্যমান সংকট মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
উল্লেখ্য, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন দেশের প্রথম ও অন্যতম পুরোনো সরকারি নিবন্ধিত পোল্ট্রি শিল্প সংশ্লিষ্ট সংগঠন। প্রান্তিক খামারি থেকে শুরু করে ডিলার, ফিড ও ওষুধ ব্যবসায়ী এবং বৃহৎ করপোরেট পোল্ট্রি উদ্যোক্তারা এই সংগঠনের সদস্য। দীর্ঘদিন ধরে বিপিআইএ সরকার ও পোল্ট্রি শিল্পের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছে। নীতিগত সহায়তা আদায়, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা এবং সংকটকালে খামারিদের স্বার্থ রক্ষায় সংগঠনটির ভূমিকা শিল্প সংশ্লিষ্টদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।



