
বিশেষ প্রতিনিধি: দেশের প্রাণিসম্পদ ও ভেটেরিনারি খাতে মানসম্মত ও আধুনিক ওষুধ উৎপাদনের পথে নতুন এক মাইলফলক স্থাপিত হলো। আর.আর.পি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি)-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার সরইকান্দি, মুলাডুলিতে অনুষ্ঠিত হয়। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মান এবং খামারিবান্ধব দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান দেশের প্রাণিসম্পদ খাতে নতুন আশার সঞ্চার করবে বলে মন্তব্য করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি) ১০টি ভেটেরিনারি ওষুধ উৎপাদন ও বাজারজাত করবে। পর্যায়ক্রমে ভ্যাকসিন উৎপাদনের মাধ্যমে প্রাণিস্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে আরও বিস্তৃত ভূমিকা রাখার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ আর.আর.পি গ্রুপের পণ্য ও সেবার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, দেশীয় প্রাণিসম্পদ খাতে মানসম্মত ও নির্ভরযোগ্য ভেটেরিনারি ওষুধ উৎপাদনে প্রতিষ্ঠানটির এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। তারা ভেটেরিনারি ওষুধের মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের সক্ষমতার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করার আহ্বান জানান এবং একই সঙ্গে পণ্যের গুণগত মানে কোনো ধরনের আপোষ না করার অনুরোধ করেন।
এ সময় আর.আর.পি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পণ্যের মানের ক্ষেত্রে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই ওষুধ উৎপাদন করা হবে। পাশাপাশি খামারি পর্যায়ে ভেটেরিনারি ওষুধের দাম সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি)-এর সিইও Mark Sg Kim বিশেষ উৎপাদন প্রক্রিয়া, কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, ইনোভেটিভ পণ্য উৎপাদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা একটি সুসংগঠিত ও তথ্যবহুল প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ ব্যবহার করে দেশের প্রাণিসম্পদ খাতের জন্য নিরাপদ, কার্যকর ও মানসম্মত ভেটেরিনারি ওষুধ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। তিনি বলেন, দেশীয় উদ্যোগে মানসম্মত ভেটেরিনারি ওষুধ ও ভবিষ্যতে ভ্যাকসিন উৎপাদন প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের শিল্পপ্রতিষ্ঠান প্রাণিস্বাস্থ্য সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা হ্রাসে কার্যকর অবদান রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আর.আর.পি গ্রুপের পরিচালক মো. আজমল হোসেন। তিনি আর.আর.পি গ্রুপের পথচলা, লক্ষ্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের প্রেক্ষাপট তুলে ধরেন। পরে বক্তব্য দেন আর.আর.পি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মনছুর আলম এবং আর.আর.পি গ্রুপের চেয়ারম্যান মো. মনিরুল আলম। তারা বলেন, দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়নে আর.আর.পি গ্রুপ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে এবং আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি) সেই অঙ্গীকারেরই বাস্তব প্রতিফলন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আশরাফ হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ড. এ. বি. এম. খালেদুজ্জামান, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনার প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক নিত্যগোপাল আশ, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উপপরিচালক, প্রাণিস্বাস্থ্য শাখা) ডা. মো. শাহিনুর ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল হক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. ওয়াহিদুর রহমান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উপপরিচালক কে. এম. মুহসীনিন মাহবুব, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুহিদ ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম রকিবুল হাসান, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মো. আবু হাসান লাভলু, প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালক ডাঃ আনন্দ কুমার অধিকারী, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ডাঃ মো. তারেক হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডাঃ সাখাওয়াত হোসেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. সামছু উদ্দিন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক তানভীর আহমেদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো. মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের স্টাফ অফিসার ড. মো. সোহেল রানা এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি)-এর মার্কেটিং ম্যানেজার ডা. সুকান্ত ভৌমিক এবং আর.আর.পি গ্রুপের এজিএম (প্রশাসন) মাজহারুল ইসলাম। অনুষ্ঠানের শেষপর্বে অতিথিবৃন্দ নতুন এই ভেটেরিনারি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি) অচিরেই দেশের প্রাণিসম্পদ খাতে মানসম্মত ও আধুনিক ওষুধ সরবরাহে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি)-এর মার্কেটিং ম্যানেজার ডা. সুকান্ত ভৌমিক এবং আর.আর.পি গ্রুপের এজিএম (প্রশাসন) মাজহারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে সেক্টর সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও আর.আর.পি. গ্রুপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. জুয়েল কাদির, মহাব্যবস্থাপক ডা.মোহাম্মদ মনিরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিবৃন্দ নতুন এই ভেটেরিনারি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি) অচিরেই দেশের প্রাণিসম্পদ খাতে মানসম্মত ও আধুনিক ওষুধ সরবরাহে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হবে।



