
নিজস্ব প্রতিবেদক: আগামী ২০ ডিসেম্বর (শনিবার) বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রদানের বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করেছে নির্বাচন বোর্ড।
নির্দেশনা অনুযায়ী, ভোট কক্ষে প্রবেশের পূর্বে প্রত্যেক ভোটারকে অবশ্যই নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। ব্যালট সংগ্রহের আগে নির্ধারিত স্থানে মোবাইল ফোন জমা দিয়ে টোকেন সংগ্রহ করতে হবে। এরপর নির্ধারিত টেবিল থেকে ব্যালট পেপার গ্রহণ করে ভোট প্রদানের জন্য গোপন কক্ষে প্রবেশ করতে হবে।
ভোটাররা মোট ১৯ জন প্রার্থীর নামের ডান পাশে নির্ধারিত খালি ঘরে [x] চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন। এর মধ্যে সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, মহাসচিব পদে ১টি, ট্রেজারার পদে ১টি, যুগ্ম মহাসচিব পদে ২টি, প্রচার সম্পাদক পদে ১টি, সমাজ কল্যাণ সম্পাদক পদে ১টি এবং নির্বাহী সদস্য পদে ১০টি ভোট প্রদান করতে হবে। নির্ধারিত সংখ্যার কম বা বেশি ভোট প্রদান করলে সংশ্লিষ্ট ব্যালট বাতিল বলে গণ্য হবে। এছাড়া নির্ধারিত খালি ঘরে [x] চিহ্ন ব্যতীত অন্য কোনো স্থানে কোনো চিহ্ন প্রদান করা যাবে না।
ভোট প্রদান শেষে ব্যালট পেপার আড়াআড়িভাবে সমান চার ভাঁজ করে গোপন কক্ষ ত্যাগ করতে হবে এবং নির্ধারিত স্থানে সংরক্ষিত ব্যালট বাক্সে ব্যালট পেপার জমা দিতে হবে। ব্যালট পেপার জমা দেওয়ার পর ভোট কক্ষ ত্যাগ করতে হবে। ভোটের গোপনীয়তা রক্ষা করা প্রত্যেক ভোটারের ব্যক্তিগত দায়িত্ব বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। সার্বিকভাবে নির্বাচন পরিচালনায় সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এদিকে ব্যালট পেপার প্রাপ্তির সুবিধার্থে টেবিলভিত্তিক ভোটার নম্বরও প্রকাশ করা হয়েছে। টেবিল নম্বর ০১ থেকে ভোটার নম্বর ০১–১৫০, টেবিল নম্বর ০২ থেকে ১৫১–৩০০, টেবিল নম্বর ০৩ থেকে ৩০১–৪৫০, টেবিল নম্বর ০৪ থেকে ৪৫১–৬০০, টেবিল নম্বর ০৫ থেকে ৬০১–৭৫০, টেবিল নম্বর ০৬ থেকে ৭৫১–৯০০, টেবিল নম্বর ০৭ থেকে ৯০১–১০৫০ এবং টেবিল নম্বর ০৮ থেকে ১০৫১–১১২২ নম্বরভুক্ত ভোটাররা ব্যালট পেপার সংগ্রহ করবেন।
নির্বাচন বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য এই দ্বিবার্ষিক নির্বাচন বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকার তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে। নির্বাচনের স্থান নির্ধারণ করা হয়েছে মতিঝিল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (কাম-কমিউনিটি সেন্টার), এজিবি কলোনি, মতিঝিল, ঢাকা।
বিপিআইএ সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আগামী ২০ ডিসেম্বর ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সফল নির্বাচন অনুষ্ঠিত হবে।



