
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ)-এর ২০২৫–২০২৭ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও অনিবার্য কারণবশত তা পরিবর্তন করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটগ্রহণ আগামী ২২ ডিসেম্বর (সোমবার) ঢাকার মতিঝিলস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (কাম-কমিউনিটি সেন্টার), মতিঝিল সরকারি কলেজ এবং মতিঝিল ডি.বি. সরকারি কলেজে একযোগে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিপিআইএ’র সকল ভোটারকে নির্ধারিত তারিখ, সময় ও ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন দেশের পোল্ট্রি শিল্পের একটি গুরুত্বপূর্ণ ও প্রতিনিধিত্বশীল সংগঠন, যেখানে খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। এই নির্বাচনের মাধ্যমে সংগঠনের নতুন নেতৃত্ব নির্ধারিত হবে, যা আগামী দুই বছরে পোল্ট্রি খাতের দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



