
আদিয়ান এগ্রো লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠান ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেডের বার্ষিক বিক্রয় ক্লোজিং মিটিং ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জের মনোরম ডেরা রিসোর্টে। ১৭ ও ১৮ অক্টোবর ২০২৫—দুই দিনব্যাপী এই অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, প্রাণবন্ত ও অনুপ্রেরণায় ভরপুর।
প্রথম দিনে অনুষ্ঠিত হয় বিভিন্ন টিম বিল্ডিং কার্যক্রম, যার মধ্যে ছিল ফুটবল খেলা, সুইমিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সহকর্মীদের মধ্যে বন্ধন, পারস্পরিক বোঝাপড়া ও দলগত চেতনা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই দিনটি ছিল আনন্দ ও উচ্ছ্বাসে পরিপূর্ণ।

দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক বার্ষিক বিক্রয় ক্লোজিং মিটিং, যেখানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ডা: মুহাম্মদ জামিল হুসাইন। তিনি কোম্পানির সাফল্যের পেছনে প্রতিটি কর্মীর নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতের আরও উচ্চতর লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. মো. ইউসুফ আলী, ডিজিএম, ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেড। তিনি নতুন বিজনেস পলিসি ও স্ট্র্যাটেজি, বিগত বছরের বিক্রয় বিশ্লেষণ, এবং আগামী বছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন।

পুরো অনুষ্ঠানজুড়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডা: প্রতিক কান্তি রায় আলোচ্যসূচি অনুযায়ী প্রতিটি সেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁর অনুপ্রেরণাদায়ী বক্তব্যে তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান “One Team, One Dream”—এই মূলমন্ত্রকে ধারণ করে সম্মিলিতভাবে কাজ করার, যাতে ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেড আগামী দিনে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারে।
অনুষ্ঠানে সেরা বিক্রয় কর্মকর্তা ও অঞ্চলভিত্তিক টিম লিডারদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান শেষে উপস্থিত সবাই নতুন উদ্যম, ঐক্য ও দৃঢ় অঙ্গীকার নিয়ে আগামীর সাফল্যের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।