
নিজস্ব প্রতিবেদক: গবাদিপশু ও পোল্ট্রি খাতে আধুনিক প্রযুক্তির প্রসারে চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান NEW ZESTING TECHNOLOGY Co., Ltd.-এর সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে বাংলাদেশের প্রাণিজ আমিষ খাতের প্রযুক্তি ও মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান AXON Ltd.। এই চুক্তির মাধ্যমে লাইভস্টক ও বিশেষ করে পোল্ট্রি খাতে উচ্চমানের প্রযুক্তি সংযোজনের পাশাপাশি বৈশ্বিক প্রোটিন উৎপাদন ব্যবস্থাকে আরও টেকসই ও দক্ষ করে তোলার লক্ষ্যে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
২০০৬ সালে প্রতিষ্ঠিত নিউ জেস্টিং টেকনোলজি (দেশীয় বাজারে পূর্বনাম জেংজিং টেকনোলজি) চীনের জিয়াংসি প্রদেশভিত্তিক একটি জাতীয় হাই-টেক এন্টারপ্রাইজ। গত দুই দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি লাইভস্টক ও পোল্ট্রি খাতের জন্য উচ্চমানের যন্ত্রপাতি ও প্রযুক্তি গবেষণা, উন্নয়ন এবং উৎপাদনে বিশেষায়িত। প্রায় ৭০ হাজার বর্গমিটার আয়তনের আধুনিক ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং বেসে একাধিক উৎপাদন ইউনিট, গবেষণাগার ও আন্তর্জাতিক ওয়্যারহাউস রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কর্মরত আছেন ৬০০-এর বেশি দক্ষ জনবল।
সাম্প্রতিক সময়ে বিশ্বখ্যাত একটি পোল্ট্রি ইকুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠানের দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ২৫ জন বিশেষজ্ঞ নিউ জেস্টিং টেকনোলজিতে যোগ দিয়েছেন। তাঁদের পরিকল্পনা ও নকশায় পোল্ট্রি কেজ প্রযুক্তিতে এসেছে যুগান্তকারী পরিবর্তন। বিশেষ করে উচ্চ ঘনত্বে পাখি পালন উপযোগী কেজ সিস্টেম, আধুনিক ক্লাইমেট ও এনভায়রনমেন্টাল কন্ট্রোল এবং ভবিষ্যৎ পরিবেশগত পরিবর্তন বিবেচনায় নিয়ে তৈরি সমন্বিত টার্নকি সল্যুশন পোল্ট্রি শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
নিজস্ব কারখানায় উৎপাদিত এই নতুন প্রজন্মের প্রযুক্তি দীর্ঘদিনের ব্যবহারে প্রচলিত কেজ সিস্টেমে থাকা অদক্ষতা ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান দিয়েছে। এর ফলে উৎপাদন দক্ষতা বৃদ্ধি, দীর্ঘস্থায়িত্ব, নির্ভরযোগ্যতা, খরচ সাশ্রয় এবং বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। ইতোমধ্যে এশিয়াসহ বৈশ্বিক পোল্ট্রি শিল্পে—বিশেষ করে বাংলাদেশে—এই প্রযুক্তি ব্যাপক সাড়া ফেলেছে।
এ বিষয়ে AXON Ltd.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম বলেন,
“প্রায় ২৫ বছর ধরে ইউরোপের শীর্ষ পোল্ট্রি ইকুইপমেন্ট নির্মাতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি দৃঢ়ভাবে বলতে পারি, বাংলাদেশের পোল্ট্রি শিল্পের জন্য এমন একটি প্রযুক্তি প্রয়োজন ছিল, যা লেয়ার কেজ সিস্টেমে বিদ্যমান অদক্ষতাগুলো সর্বোচ্চ মাত্রায় কমাতে সক্ষম। নিউ জেস্টিং টেকনোলজির সমাধানগুলো দীর্ঘস্থায়ী, নির্ভরযোগ্য, ব্যয়-সাশ্রয়ী এবং উৎপাদন দক্ষতায় কার্যকর। এটি আমাদের শিল্পকে সবুজ ও টেকসই উন্নয়নের নতুন পথে এগিয়ে নিতে সহায়ক হবে।”
লাইভস্টক খাতের পাশাপাশি নিউ জেস্টিং টেকনোলজির পোল্ট্রি পণ্যের মধ্যে রয়েছে স্টিল স্ট্রাকচার, লেয়ার কেজ সিস্টেম, এনভায়রনমেন্টাল কন্ট্রোল সিস্টেম, ব্রিডার ও কমার্শিয়াল ব্রয়লার ফ্লোর ইকুইপমেন্ট এবং বায়োসিকিউরিটি সল্যুশন।
উল্লেখ্য, এক্সোন লিমিটেডের মাধ্যমে এসব আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি বাংলাদেশের পোল্ট্রি ও লাইভস্টক খাতে সহজলভ্য হওয়ায় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি টেকসই শিল্পায়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
আরও তথ্যের জন্য যোগাযোগ:
AXON Ltd.
ই-মেইল: info@axon-group.net
মোবাইল: +880 1716 379938



