
নিজস্ব প্রতিবেদক : আগামী ২০ ডিসেম্বর (শনিবার) বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ)–এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৫-২০২৭ মেয়াদের এই নির্বাচনে পোল্ট্রি শিল্পের নেতৃত্ব নির্বাচনে মুখোমুখি হচ্ছে দুটি প্যানেল— ‘পোল্ট্রি পেশাজীবি পরিষদ’ ও ‘পোল্ট্রি শিল্প ঐক্য’। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্পের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে এই নির্বাচনকে ঘিরে খামারি, ব্যবসায়ী ও শিল্প সংশ্লিষ্টদের মধ্যে বাড়ছে আগ্রহ ও আলোচনা।
এবারের নির্বাচনে মোট ১৯টি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘পোল্ট্রি পেশাজীবি পরিষদ’ প্যানেল সবগুলো পদে প্রার্থী দিতে সক্ষম হলেও ‘পোল্ট্রি শিল্প ঐক্য’ প্যানেল প্রার্থী দিয়েছে ১০টি পদে। ফলে প্রতিযোগিতার পাশাপাশি প্যানেলভিত্তিক প্রস্তুতি ও সাংগঠনিক শক্তিও আলোচনায় এসেছে।
‘পোল্ট্রি পেশাজীবি পরিষদ’ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন চৌধুরী। মহাসচিব পদে রয়েছেন কোয়ালিটি ফিড লিমিটেডের গ্রুপ পরিচালক এম শাফির রহমান। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খান এগ্রো ফিড প্রোডাক্টের সায়েদুল হক খান এবং ডায়মন্ড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্ত (সিইও) কৃষিবিদ আসাদুজ্জামান মেজবা। কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন এনার্জি টেকনোলজির মোস্তফা জাহান পলাশ। যুগ্ম মহাসচিব পদে রয়েছেন বাংলাদেশ ফ্যামিলি পোল্ট্রি ডেভেলপমেন্ট সার্ভিসের অঞ্জন মজুমদার ও অগ্রণী ফিডসের আলমগীর হোসেন। প্রচার সম্পাদক পদে এগ্রিমার্টের শফিকুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক পদে জান্নাত পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিন কর্ণারের গাজী নুর আহম্মদ প্রার্থী হয়েছেন।
এই প্যানেলের নির্বাহী সদস্য পদে প্রার্থীদের মধ্যে রয়েছেন প্লানেট এগ্রো লিমিটেডের শাহ ফাহাদ হাবীব, ওয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিসারিজ লিমিটেডের মো. এমরান হোসেন, হলি ফিশারিজ অ্যান্ড এগ্রোর রাশিদ আহম্মদ, রেজিয়া পোল্ট্রি ফার্ম অ্যান্ড ফিসারিজের মো. সোলেমান কবির, বোরাক পোল্ট্রি ফিডের মিজানুর রহমান মিন্টু, বেসিক পোল্ট্রি অ্যান্ড ফিসারিজের মোহাম্মদ জহির উদ্দিন, এস.বি ট্রেডার্সের খায়রুল বাশার সাগর, গ্রামীন পোল্ট্রি ফিডস অ্যান্ড মেডিসিন কর্ণারের মো. সালাউদ্দিন মুন্সি মুন্না, কেইজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নাবিল আহমেদ এবং সুরমা পোল্ট্রি অ্যান্ড এগ্রোর ফয়েজ রাজা চৌধুরী।
অন্যদিকে ‘পোল্ট্রি শিল্প ঐক্য’ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন এন.এইচ পোল্ট্রি ফার্মের একেএম আব্দুল আওয়াল। মহাসচিব পদে রয়েছেন ফ্রেন্ডস পোল্ট্রি ফিড ফার্মসের এ.এস.এম আজিজুর রহমান ভূঁইয়া। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন বাঘারচর এগ্রো ফার্ম লিমিটেডের ডা. মোসাদ্দেক হোসেন। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলাউদ্দিন লেয়ার ফার্মের মো. আলাউদ্দিন আল আজাদ। প্রচার সম্পাদক পদে বিকেএস এন্টারপ্রাইজের আবু সাঈদ, সমাজকল্যাণ সম্পাদক পদে এ.আর এন্টারপ্রাইজের এনামুল হক এবং কোষাধ্যক্ষ পদে হিমেল পোল্ট্রি কমপ্লেক্সের মো. জালাল উদ্দীন প্রার্থী হয়েছেন।
এই প্যানেলের নির্বাহী সদস্য পদে রয়েছেন মিনার ফিস ফিড মিল অ্যান্ড মিনার ফিশারিজের মো. ইস্রাফিল, এম.এস.এম. পোল্ট্রি অ্যান্ড ফিসারির মো. মনসুর আলী এবং সাকিব পোল্ট্রি ফার্মের মাহবুব আলম।
পোল্ট্রি শিল্প সংশ্লিষ্টদের মতে, বর্তমান সময়ে উৎপাদন ব্যয় বৃদ্ধি, কাঁচামাল সংকট, বাজারে অস্থিরতা এবং টেকসই খামার ব্যবস্থাপনার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বিপিআইএ’র নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই নির্বাচন শুধু একটি সাংগঠনিক কার্যক্রম নয়, বরং দেশের পোল্ট্রি শিল্পের ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা নির্ধারণেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
উল্লেখ্য, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন দেশের প্রথম এবং সবচেয়ে পুরাতন সরকারি রেজিস্ট্রিকৃত পোল্ট্রি শিল্প সংশ্লিষ্ট সংগঠন। প্রান্তিক খামারি থেকে শুরু করে ডিলার, ফিড ও ওষুধ ব্যবসায়ী এবং বৃহৎ কর্পোরেট পোল্ট্রি উদ্যোক্তারা এই সংগঠনের সদস্য। দীর্ঘদিন ধরে বিপিআইএ সরকারের সঙ্গে শিল্পের সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছে। নীতিগত সহায়তা আদায়, উৎপাদন ব্যয়, বাজার ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা এবং সংকটকালে খামারিদের স্বার্থ রক্ষায় সংগঠনটির ভূমিকা পোল্ট্রি শিল্পে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



