📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বর্ণাঢ্য ও প্রাণবন্ত আয়োজনে ওয়াপসা-বিবি’র নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB) এর ২০২৫–২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের গ্র্যান্ড সামিট-১ এর সেলিব্রেশন হলে অনুষ্ঠিত হয়েছে। দেশের পোল্ট্রি খাতের নীতি নির্ধারক, গবেষক, উদ্যোক্তা ও শিল্প সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজনটি ছিল প্রাণবন্ত ও বর্ণাঢ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। তাঁরা তাঁদের বক্তব্যে গবেষণা, উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

ড. শাকিলা ফারুক ক্রমবর্ধমান প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণে পোল্ট্রি খাতের ভূমিকা তুলে ধরেন এবং প্রযুক্তি সম্প্রসারণে ওয়াপসা-বিবি’র অবদানকে বিশেষভাবে উল্লেখ করেন।

ড. মো. আবু সুফিয়ান সরকারি-বেসরকারি অংশীদারিত্বকে আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “দেশের পোল্ট্রি শিল্প শুধু অর্থনীতিতেই নয়, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও অনন্য অবদান রাখছে।”

সন্ধ্যা সাড়ে ৭টায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিদায়ী সভাপতি মসিউর রহমান স্বাগত ভাষণ দেন এবং সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম ও সাফল্যের সারসংক্ষেপ উপস্থাপন করেন। এ সময় বিদায়ী সাধারণ সম্পাদক ডা. বিপ্লব কুমার প্রামাণিক সাবলীলভাবে গত কার্যকালের প্রতিবেদন তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দায়িত্ব হস্তান্তর পর্ব। বিদায়ী সভাপতি মসিউর রহমান নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন সভাপতি শামসুল আরেফিন খালেদ দায়িত্ব গ্রহণ করে বলেন, “ওয়াপসা-বিবি সর্বদা গবেষক, শিক্ষাবিদ ও উদ্যোক্তাদের সমন্বয়ে কাজ করেছে। আগামী দিনে এ ধারাকে আরও বেগবান করে দেশের পোল্ট্রি শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করব।”

উল্লেখ্য, ২০২৫–২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে শামসুল আরেফিন খালেদ, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফয়জুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পদে মো. সিরাজুল হক, সহ-সভাপতি পদে মো. আজমল হোসেন ও মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও যুগ্ম সম্পাদক শাহ ফাহাদ হাবিব, কোষাধ্যক্ষ ডা. মো. নুরুল ইসলাম শাওন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মো. মাহমুদুল হাসান শিকদার। এনিমেল হাজব্যান্ড্রি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মো. নাজমুস সাকিব হামিম, ড. মো. রাকিবুল হাসান ও মো. জাকারিয়া ইসলাম। ডিভিএম ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ডা. আজিমুল হক, ডা. শামীম আহমেদ ও ডা. মো. রাকিবুর রহমান। ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন একেএম সাঈদ সারওয়ার (লিটু), মো. নাজিম উদ্দীন ও মো. আবদুর রহমান।

অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের অভিষেক শুধু নেতৃত্বের আনুষ্ঠানিক পরিবর্তন নয়, বরং দেশের পোল্ট্রি শিল্পের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার এক নতুন অঙ্গীকারও বয়ে আনবে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

দেশের লাইভস্টক শিল্পের স্বনামধন্য প্রতিষ্ঠান ফার্মা অ্যান্ড ফার্ম-এর পুনর্জাগরণের অংশ…