Sunday , May 4 2025

বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি অধ্যাপক ড. কামরুল, সম্পাদক রাফি

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ল্যাঙ্গুয়েজ ক্লাবের (বাউএলসি) এক বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম সভাপতি এবং কৃষি অনুষদের শিক্ষার্থী মোস্তফা মাহাবুব রাফি সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

শনিবার (৩ মে) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক শরীফ-আর-রাফি, অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, অধ্যাপক ড. নাজিয়া তাবাসসুম, অধ্যাপক ড. মুক্তা খান, অধ্যাপক ড. মো রোস্তম আলী ও অধ্যাপক ড. মো শাহেদ রেজা। সহ-সাধারণ সম্পাদক মো আবু তাসফার বিন সোয়াদ, শাহিদা আক্তার শিমু ও তামিমা তাবাসসুম, মানব সম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিষয়ক সম্পাদক তৌসিফ উল ওয়াসী প্রচ্ছদ ও কাজী শাকিল।

সাংগঠনিক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো মহির আল মুনতাকিম ও মুমতাহিনা রহমান, অফিস কো অর্ডিনেটর  জ্যমিফা আখি ও জান্নাতুল ফেরদৌস ঐশী, কোষাধ্যক্ষ উম্মে মরিয়ম, উপ-কোষাধ্যক্ষ  রিজওয়ানা রহমান, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আশিকুজ্জামান চৌধুরী, সাজনীন আক্তার তৃষা, মো নাইমুর রহমান দিগন্ত, আলিফুর রহমান ও আল শাহরিয়ার শোভন।

স্যোশাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্পাদক মাহমুদা মনোয়ার লরিন, মো সাজিদ হাসান ভূঁইয়া ও রাজিয়া সুলতানা, ইনফো গ্রাফিক্স ম্যানেজমেন্ট সম্পাদক আফিয়া ইবনাত, প্রিয়াংকা ঘোষ প্রীতি ও নুসরাত জাহান নুসা। কমিউনিকেশন এন্ড আউটরীচ সম্পাদক নাসমিন ফেরদৌস, জয়িতা সরকার পূজা, মো সাইমুল করিম ফারাবী, মাসফি আল মাসিয়াত ও নশিন ফাইকা ইসলাম।

এছাড়াও রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক শ্রাবণী নন্দী, সিফাতুল ইসলাম নির্জন ও ফারিয়া আফরিন, পাবলিক রিলেশন সম্পাদক তিন্না তালুকদার, সুমাইয়া আক্তার তন্নী ও মো ইয়াসিন আলী আবির, ফরেন এফেয়ার্স ম্যানেজমেন্ট সম্পাদক আয়ুশ কাতুয়াল ও বিবেক পাকুয়াল মনোনীত হয়েছেন।

This post has already been read 39 times!

Check Also

বাংলাদেশে পেট ভ্যাকসিনের নতুন দিগন্ত: এ সি আই লিমিটেড ও বিওভেটার চুক্তি

এগ্রিনিউজ২৪.কম: বাংলাদেশে প্রাণিস্বাস্থ্যের উন্নয়ন ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এ সি আই লিমিটেড এবং …