📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

সিগমা বাংলাদেশ-এর উদ্যোগে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রাণিজ আমিষ খাতের অগ্রগতিতে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। এ খাতের সংবাদকর্মীগণ ছাড়াও নিজ প্রতিষ্ঠানের সহকর্মীদের পারস্পরিক সম্পর্ক আন্তরিক ও সুদৃঢ় করতে সিগমা বাংলাদেশ প্রতি বছর বিশেষ ইফতার ও নৈশভোজের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় আজ (২২ মার্চ) এক অনানুষ্ঠানিক আলোচনা সভা, ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সিগমা বাংলাদেশ-এর কর্মকর্তাগণ ছাড়াও প্রাণিজ আমিষ সেক্টরের সাংবাদিকরা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এ সম্পর্কে সিগমা বাংলাদেশ -এর প্রধান নির্বাহী মো. আনোয়ার হোসেন বলেন, “গণমাধ্যমের ভূমিকা ছাড়া কোনো খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রাণিজ আমিষ খাতের তথ্য প্রচার ও উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সিগমা পরিবার সবসময়ই চায়, সাংবাদিকদের সঙ্গে একটি সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে, যাতে এ শিল্পের সঠিক তথ্য ও উন্নয়নধারা সবার কাছে পৌঁছায়। এই আয়োজন কেবল ইফতার ও নৈশভোজের জন্য নয়, বরং এটি একটি সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা যেখানে প্রাণিজ আমিষ খাতের বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।”

উক্ত আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা শিল্পের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। প্রাণিজ আমিষ সেক্টরে বিনিয়োগ, প্রযুক্তির ব্যবহার, বাজার সম্প্রসারণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞজনদের মতামত বিনিময় করা হয়।

উল্লেখ্য সিগমা বাংলাদেশ বিশ্বের স্বনামধন্য কোম্পানিগুলোর ফিড এডিটিভস বাংলাদেশে প্রাণিজ আমিষ সেক্টরে দীর্ঘদিন ধরে সুনামের সহিত বাজারজাত ও সরবরাহ করে আসছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

দেশের লাইভস্টক শিল্পের স্বনামধন্য প্রতিষ্ঠান ফার্মা অ্যান্ড ফার্ম-এর পুনর্জাগরণের অংশ…