📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশে পেট ভ্যাকসিনের নতুন দিগন্ত: এ সি আই লিমিটেড ও বিওভেটার চুক্তি

এগ্রিনিউজ২৪.কম: বাংলাদেশে প্রাণিস্বাস্থ্যের উন্নয়ন ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এ সি আই লিমিটেড এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভেটেরিনারি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান বিওভেটা-এর মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১৭ মার্চ অনুষ্ঠিত এই চুক্তির ফলে দেশে উচ্চমানের পেট ভ্যাকসিনের নিরবচ্ছিন্ন সরবরাহ, কারিগরি সহযোগিতা এবং প্রাণিস্বাস্থ্যের উন্নয়নে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি আই লিমিটেড-এর এগ্রিবিজনেস বিভাগের প্রেসিডেন্ট ডা. এফ এইচ আনসারি, বিওভেটার মার্কেটিং অ্যান্ড সেলস ডিরেক্টর মারেক ভ্যস্তাভেল এবং রিজিওনাল ডিরেক্টর রবার্ট কহুন। এছাড়াও, এ সি আই আনিমেল হেলথ ডিভিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এ চুক্তির আওতায় বাংলাদেশে ফ্লু, র‍্যাবিসসহ বিভিন্ন প্রাণীজনিত রোগের প্রতিরোধমূলক ভ্যাকসিন সহজলভ্য করা হবে। এর ফলে প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে এবং জনস্বাস্থ্যের সুরক্ষা আরও জোরদার হবে।

উল্লেখ্য, এ সি আই লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের প্রাণিস্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই নতুন চুক্তি সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আন্তর্জাতিক মানের ভ্যাকসিন ও উন্নত প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে সংস্থাটি বাংলাদেশে প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

দেশের লাইভস্টক শিল্পের স্বনামধন্য প্রতিষ্ঠান ফার্মা অ্যান্ড ফার্ম-এর পুনর্জাগরণের অংশ…