Friday , May 9 2025

এগ্রো প্রফেশনালস অফ বাংলাদেশ এর নতুন কমিটি ঘোষণা

এগ্রো প্রফেশনালস অফ বাংলাদেশ এর নবগঠিত কমিটি গত ৯ ডিসেম্বর উত্তরাস্থ হোটেল সী শেলে প্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। উক্ত কার্যকরী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন কৃষিবিদ আমির হোসেন সানী, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবীর এবং সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মুসা তালুকদার চমক।

দেশের বেসরকারি কৃষি সংশ্লিষ্ট খাতে কৃষিবিদ এবং নন কৃষিবিদ ব্যক্তিবর্গ যারা এই খাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের স্বার্থসংশ্লিষ্ট এবং একত্রীকরণের উদ্দেশ্যে এগ্রো প্রফেশনালস অফ বাংলাদেশের যাত্রা।

কৃষি সংশ্লিষ্ট বেসরকারী পর্যায়ে দিকনির্দেশনা, বিভিন্ন ধরনের সমস্যা, উন্নত প্রযুক্তি এবং দক্ষ জনবল তৈরিতে দেশব্যাপী বেসরকারি পর্যায়ে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, ওয়াপসা, বিপিআইএ, বাফিটা, বিপিআইসিসি, আহকাব, ফিয়াব, ব্রিডার্স এসোসিয়েশন, পেস্টিসাইড এসোসিয়েশন ও অন্যান্য সংগঠনসমূহ এর সাথে সমন্বয়ের মাধ্যমে কৃষি সেক্টরের উন্নতি সাধনের লক্ষ্যে কাজ করা এ সংগঠনের মূল উদ্দেশ্য।

বাংলাদেশের কৃষি সংশ্লিষ্ট বেসরকারি পর্যায়ের সকল চাকুরীজীবী এবং উদ্যোক্তারাই উক্ত কমিটির সদস্য হিসেবে বিবেচিত হবেন। বাংলাদেশের সকল বিভাগীয় পর্যায়ে সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়ে অতিসত্বর বিভাগীয় কমিটি গঠন করা হবে এবং সারা বাংলাদেশে অতিসত্বর সদস্য ফরম বিতরণের মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে।

This post has already been read 2568 times!

Check Also

সিগমা বাংলাদেশ-এর উদ্যোগে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রাণিজ আমিষ খাতের অগ্রগতিতে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। এ খাতের সংবাদকর্মীগণ ছাড়াও নিজ প্রতিষ্ঠানের …