📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৯১-৯২ ব্যাচের কেন্দ্রীয় কমিটি অনুমোদিত

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাউ), ময়মনসিংহ-এর ১৯৯১-৯২ ব্যাচের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। গত ৩ জুলাই নতুন এই কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন কমিটির সভাপতি প্রফেসর ড. মোছা. নূর মহল আখতার বানু (ডরিন), সাধারণ সম্পাদক শেখ মো. শফি শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুন্নবী (মামুন)।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. নুরুন নবী ভূঞা (শ্যামল)। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ড. মো. শফিকুল ইসলাম (শফিক) এবং আসাদুজ্জামান (লাভলু)। যুগ্ম সম্পাদক হিসেবে আছেন ড. মো. শফিকুর রহমান শশী ও রুবিনা বেগম (মুক্তি)।

কমিটিতে সহ-সাংগঠনিক পদে আছেন সানি আমির (সানি), মো. মাহফুজুর রহমান (মাসুদ), মো. শহীদুর রহমান শাহীন, ডা. মো. ওয়ালিউর রহমান, মিতুল কুমার সাহা এবং চঞ্চল কুমার মিস্ত্রী।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাসানুজ্জামান (হাসান)। দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আশরাফুল হক (শিশির), সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. মামুনুর রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডা. মাকছুদুর রশীদ নির্বাচিত হয়েছেন।

কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোট ২২ জন। তাঁরা হলেন:  সাকী মাহমুদ ইসমাইল, মো. শফিকুল ইসলাম শেখ (শফিক), মো. কবির হোসেন, প্রফেসর ড. মো. হুমায়ুন কবির, ড: মো. ওবায়দুর রহমান, মো. হোমায়েতুল ইসলাম মাসুদ, মো: বোরহান উদ্দিন, প্রফেসর ডঃ মো. হাসানুজ্জামান তালুকদার, ড. মো. ফারুক আহম্মেদ, আব্দুর রউফ মন্ডল, মো. মুজিবুর রহমান, ড. জান্নাতুল ফেরদৌস নিম্মি, শেখ মো. মাসউদ, ডা. মো. আতিয়ার রহমান, ড. এ কে এম মাহবুব রশিদ গোলাপ, জি এম ফারুক পাটোয়ারী, মো. মুক্তার আলী (মুক্তা), মাসুদ আরা মমি, প্রফেসর ড. গোপাল দাস, ড. রেজ্জাকুল ইসলাম রাজু, প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, মো. সিরাজুল ইসলাম।

বহুল প্রত্যাশিত এই কমিটি বিশ্ববিদ্যালয়ের ৯১-৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই কমিটি ঐক্য, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

দেশের লাইভস্টক শিল্পের স্বনামধন্য প্রতিষ্ঠান ফার্মা অ্যান্ড ফার্ম-এর পুনর্জাগরণের অংশ…