Thursday , August 28 2025

বারি ও সিএবিআই এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনাল (সিএবিআই) এর মধ্যে এক সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষর অনুষ্ঠান সোমবার (৯ অক্টোবর) বারি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পক্ষে মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং এবং সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনাল (সিএবিআই) এর পক্ষে পরিচালক (ভারপ্রাপ্ত)-দক্ষিণ এশিয়া ড. বিনোদ পন্ডিত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বারি’র প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফ উদ্দিন আহমেদ এবং কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্ত এবং সিএবিআই’র আঞ্চলিক কো-অর্ডিনেটর ড. মালভিকা চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর ঊধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইমরান খান চৌধুরী।

এছাড়াও বারি’র প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এবং কীটতত্ত্ব বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

This post has already been read 3650 times!

Check Also

WPSA-BB নির্বাচনে কে কোন পদে লড়ছেন!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পোল্ট্রি বিজ্ঞান চর্চা, গবেষণা ও শিল্পের সংযোগে অগ্রণী সংগঠন হিসেবে পরিচিত …