Monday , August 4 2025

ঢাকা সাংবাদিক ফোরামের অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা সাংবাদিকদের সংগঠন ঢাকা সাংবাদিক ফোরামের অফিস উদ্বোধন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) দুপুরে পুরানা পল্টনে দারুস সালাম আর্কেড  ১০ম তলায় অফিসের উদ্বোধন করেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া।

সংগঠনের সভাপতি  শামীম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি বরুন ভৌমিক নয়ন, লাবন্য ভূইয়া, ঈহিতা জলিল, সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন কাওসার, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যজ্ঞ জাহিদ রহমান, নারী বিষয়ক সম্পাদক আফসানা নীলা, প্রচার সম্পাদক লিটন মাহমুদ, নির্বাহী সদস্য মাহমুদ রশিদ, তামজিদ রনি, আবু হোরায়রা তামিম, খোরশেদ আলম জুয়েল, আনোয়ার হোসেন পিন্টুসহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি শাহীন আহমেদ ঢাকা সাংবাদিক ফোরামের স্থায়ী ভবনের জন্য একটি জায়গা দেয়ারও ঘোষণা দেন।

This post has already been read 5588 times!

Check Also

WPSA-BB এর নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচারণা: ফিরে এসেছে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পোল্ট্রি বিজ্ঞান, গবেষণা ও শিল্প সংশ্লিষ্ট শীর্ষ সংগঠন ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স …