Friday , September 19 2025

“বঙ্গবন্ধু কৃষি অর্থনীতিবিদ পরিষদ” নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারি কৃষি অর্থনীতিবিদদের নিয়ে “বঙ্গবন্ধু কৃষি অর্থনীতিবিদ পরিষদ” গঠন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এ সভার মাধ্যমে উক্ত সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

সভায় উপস্থিত কৃষি অর্থনীতিবিদদের সমর্থনে বঙ্গবন্ধু কৃষি অর্থনীতিবিদ পরিষদ এর আহবায়ক কমিটি গঠিত হয়। বঙ্গবন্ধু কৃষি অর্থনীতিবিদ পরিষদ এর আহবায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম কামরুজ্জামান এবং সদস্য সচিব হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষক লীগ নেতা কৃষিবিদ তারিফ আনাম নির্বাচিত হন।

This post has already been read 6323 times!

Check Also

বর্ণাঢ্য ও প্রাণবন্ত আয়োজনে ওয়াপসা-বিবি’র নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB) এর ২০২৫–২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক …