Friday 26th of April 2024
Home / অর্থ-শিল্প-বাণিজ্য / কেবিসি এগ্রো প্রোডাক্টস’র ৩ হাজার মেট্রিক টন এমবিএম জব্দ ও জরিমানা

কেবিসি এগ্রো প্রোডাক্টস’র ৩ হাজার মেট্রিক টন এমবিএম জব্দ ও জরিমানা

Published at আগস্ট ৪, ২০১৯

গাজীপুর সংবাদদাতা: মেয়াদোত্তীর্ণ রাইস ব্রান তেল নতুন করে মেয়াদ বসিয়ে পুনরায় বাজারজাত করাসহ ফিড তৈরিতে আমদানি নিষিদ্ধ এমবিএম ব্যবহার করার অভিযোগে ঢাকার ধামরাইয়ের কেবিসি এগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের বাথুলি এলাকায় র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালায় র‌্যাব-৪ ও প্রাণিসম্পদ অধিদফর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে হেলথ কেয়ার নামে রাইস ব্রান তেল বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানটির বাজারজাত করা তেলের বোতল মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে প্রতিষ্ঠানটি কৌশলে সেসব মেয়াদোত্তীর্ণ তেল সংগ্রহ করে কারখানায় নিয়ে এসে নতুন করে মেয়াদ ও লেভেল বসিয়ে পুনরায় বাজারজাত করে আসছিল।

এছাড়া দেশে এমবিএম নিষিদ্ধ থাকলেও ওইসব উপাদান দিয়ে ফিড উৎপাদন করে আসছিল। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানে প্রায় ৩ হাজার মেট্রিক টন এমবিএম জব্দ করা হয়।

This post has already been read 2251 times!