শনিবার , জুলাই ২৭ ২০২৪

চট্টগ্রাম মোটর ফেস্ট -এ ইয়ামাহা’র দৃষ্টিনন্দন আয়োজন

এগ্রিনিউজ২৪.কম: এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ১১৬টি থ্রিএস (সেলস্, সার্ভিস ও স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট রয়েছে।

১৯ থেকে ২১ অক্টোবর, ২০২৩ চট্টগ্রামের জি.ই.সি কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে “৬ষ্ঠ চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৩”, যেখানে চোখ ধাঁধানো সব আয়োজন নিয়ে হাজির হয়েছে এসিআই মটরস্- ইয়ামাহা। বাইক ডিসপ্লে এবং টাচ্ এন্ড ফিল্ এক্সপেরিয়েন্স অ্যাক্টিভিটি এই দুইভাগে স্াঁজানো হয়েছে ইয়ামাহার আয়োজন। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ইয়ামাহার সুপার স্পোর্টস বাইক আরওয়ানএম। ১০০০ সিসি’র এই বাইকটি ইয়ামাহার সুপার স্পোর্টস বাইক, যা বাইক রেসের বিখ্যাত আসর মটোজিপি রেসিং ট্র্যাকে দাঁপিয়ে বেড়ায়। যেটি একবার দেখার জন্য বাইকপ্রেমীদের মাঝে ছিল আলাদা উত্তেজনা।

এছাড়াও বাংলাদেশে ইয়ামাহা’র এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় মোটরবাইক মডেল ইয়ামাহা আর১৫ সিরিজের সদ্য বাজারে আসা ১৫৫সিসির আর১৫এম ও আর১৫ ভার্সন ৪.০ এর দুটি নতুন বাইকের প্রতি দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। ফেস্টে আরও আছে এফজেড-এস, এমটি১৫ ভার্সন ২.০, এফজেডএস ভার্সন ৩.০ ডিলাক্স ও স্যালুটোর মতো জনপ্রিয় বাইকগুলি। এছাড়া বাইকের টাচ্ এন্ড ফিল এক্সপেরিয়েন্স দিতে ইয়ামাহার আয়োজনে ছিল টেস্ট রাইড ও স্ট্যান্ট শো-এর মতো আকর্ষণীয় অ্যাক্টিভিটি, যা আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে।

উক্ত মোটর ফেস্টে এসিআই মটরস্ ও ইয়ামাহা’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

This post has already been read 929 times!

Check Also

চাঁপাইনবাবগঞ্জে ২২৭ প্রজাতির আম মেলার উদ্বোধন

মো. আমিনুল ইসলাম (রাজশাহী) : গত ১১ জুন (মঙ্গলবার) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রফতানিযোগ্য আম …