Friday 8th of December 2023
Home / অর্থ-শিল্প-বাণিজ্য / এ সি আই মটরস্ উদ্বোধন করলো সোনালীকা ট্রাক্টরের স্পেশাল ব্ল্যাক এডিশন

এ সি আই মটরস্ উদ্বোধন করলো সোনালীকা ট্রাক্টরের স্পেশাল ব্ল্যাক এডিশন

Published at অক্টোবর ১০, ২০২৩

কৃষি যান্ত্রিকীকরণের অন্যতম পথিকৃৎ এ সি আই মটরস্। বাংলাদেশের সর্বাধিক বিক্রীত সোনালীকা ট্রাক্টরের সফলতার পেছনে রয়েছে এ সি আই মটরস্ এর দেশ সেরা সার্ভিস, গুণগত মান এর নিশ্চয়তা ও সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি।

এরই ধারাবাহিকতা বজায় রেখে ২৫ হাজার কৃষি উদ্যোক্তার মাইলফলক উদ্যাপন করতে এসিআই মটরস্ সম্প্রতি কক্সবাজারের সিগ্যাল হোটেলে সোনালীকা ট্রাক্টরের স্পেশাল ব্ল্যাক এডিশন এর উদ্বোধন করা হয়। অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সি আই মটরস এর ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় এ সি আই মটরস্ এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস এবং এ সি আই মটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বর্তমানে সোনালীকা ট্রাক্টরের মাধ্যমে দেশের এক তৃতীয়াংশ জমি চাষাবাদ হচ্ছে এবং এই নতুন স্পেশাল এডিশন দেশে আরও নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে বিশেষ ভুমিকা পালন করবে। -সংবাদ বিজ্ঞপ্তি

This post has already been read 553 times!