দেশের লাইভস্টক শিল্পের স্বনামধন্য প্রতিষ্ঠান ফার্মা অ্যান্ড ফার্ম-এর পুনর্জাগরণের অংশ হিসেবে চট্টগ্রামের খুলশীস্থ The Golden Spoon Multi Cuisine Restaurant-এ গত ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার সন্ধ্যায় এক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফার্মা অ্যান্ড ফার্মের পার্টনার ডা. মো. রেজাউল করিম মিয়া। তিনি খামারী ও প্রেসক্রাইবারদের ভালোবাসা এবং সহযোগিতার মাধ্যমে ফার্মা অ্যান্ড ফার্মকে নতুন উদ্যমে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মা অ্যান্ড ফার্মের পার্টনার ডা. মোহাম্মদ আল আমীন। তিনি তার উপস্থাপনায় নিরাপদ খাদ্য নিশ্চিত করে সুস্থ ও মেধাবী জাতি গঠনে কোম্পানির কর্মপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের পোল্ট্রি, ক্যাটেল, অ্যাকুয়া এবং সম্ভাবনাময় পেট ইন্ডাস্ট্রি সম্পর্কে সামগ্রিক তথ্য উপস্থাপন করেন।
এসময় তিনি CAVAC South Korea-এর ভ্যাকসিন CaniShot RvK, CaniShot DHPPL, PoulShot ING, PoulShot BNE, PoulShot NDO, PoulShot MG F, PoulShot S9/R, PoulShot B1+IB, PoulShot IB, PoulShot Lasota, PoulShot Gumboro, PoulShot IBD Win+ সিরিজসহ সদ্য যুক্ত হওয়া PoulShot AI (H9N2), PoulShot AI, PoulShot AI (H9N2)+ND এবং LSD vaccine নিয়ে বিস্তারিত টেকনিক্যাল তথ্য প্রদান করেন।
এছাড়া তিনি Cipryl Solution, BEST N, BP Sol, S Zol, D Cox, Worm, Toposal, Cefa 4, FTD, PEN M সহ Yelco Tox Liquid, Megavit DB, Megavit WS—এই সব প্রোডাক্টের এভেইলেবিলিটি সম্পর্কেও আলোচনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মা অ্যান্ড ফার্মের নবনিযুক্ত ন্যাশনাল সেলস ম্যানেজার ডা. মো. মনিরুজ্জামান সুজন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. ফরহাদ হোসেন, প্রফেসর ডা. মো. সাইফুদ্দিন, প্রফেসর ডা. মাসুদউজ্জামান, ডা. মো. মোতালেব খান, ডা. মো. সুলতান মাহমুদ, ডা. মো. আশরাফ উদ্দিন, ডা. মো. সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।
সেমিনারের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফার্মা অ্যান্ড ফার্মের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. নকিব হাসান তালুকদার। -সংবাদ বিজ্ঞপ্তি