Monday , August 4 2025

তরুন ভেটেরিনারিয়ানদের হাতে-কলমে গড়ে তুলতে বিভিএ’র বিশেষ উদ্যোগ

এগ্রিনিউজ২৪.কম: তরুণ ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা উন্নয়নে তিন মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ)। অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর সহযোগিতায় আয়োজিত এই ‘দক্ষতা উন্নয়ন হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচি’ বুধবার (১৮ জুন) ঢাকার সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল অডিটোরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়।

প্রশিক্ষণ কর্মসূচির প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিভিএ সদস্য ডা. শাহাদাত হোসেন পারভেজ এবং উপস্থাপনায় ছিলেন ডা. মোহাম্মদ আল আমীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, এবং সভাপতিত্ব করেন বিভিএ’র আহ্বায়ক ডা. মো. সফিউল আহাদ সরদার স্বপন। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. মো. তারেক হোসেন।

প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. আজিজ আল মামুন, ঢাকা গ্রুপের জিএম খলিলুর রহমান, বিএলআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম. এ. সামাদ, সিভাসু টিচিং ও ট্রেইনিং পেট হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের ডেপুটি চিফ ভেটেরিনারি অফিসার ডা. আব্দুল মান্নান, বাংলাদেশ এনিমেল কেয়ার সেন্টারের ডা. সুব্রত, আহকাব সভাপতি সায়েম উল হক, মহাসচিব আফতাব আলম, কোষাধ্যক্ষ ডা. মোজাম্মেল হক খান, আড়ং ডেইরির জিএম ডা. হারুন অর রশিদসহ বিভিএ’র আরও অনেক সদস্য।

বিভিএ আহ্বায়ক ডা. সফিউল আহাদ স্বপন বলেন, “দেশের প্রাণিসম্পদ খাতে টেকসই অগ্রগতির জন্য দক্ষ, প্রযুক্তি-সক্ষম ভেটেরিনারিয়ান তৈরি এখন সময়ের দাবি। এই প্রশিক্ষণ তরুণদের হাতে বাস্তব অভিজ্ঞতা এনে দেবে।”

বক্তারা জানান, এই কর্মসূচিতে পোলট্রি ব্রিডার ফার্ম ব্যবস্থাপনা, হ্যাচারি পরিচালনা, ডায়াগনস্টিক ল্যাব ব্যবহারের দক্ষতা এবং পোষা প্রাণীর চিকিৎসা ও ক্লিনিক্যাল প্র্যাকটিসে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণ ভেটেরিনারিয়ানরা হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট আর এস মাহমুদ হাসান বলেন, “১৫ জন নির্বাচিত প্রশিক্ষণার্থীর একজন হতে পেরে আমি গর্বিত। পেট ক্লিনিকে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে আমি একাডেমিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ে নিজেকে একজন দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলতে চাই। এই সুযোগের জন্য বিভিএ ও আহকাব-কে ধন্যবাদ জানাই।”

প্রশিক্ষণ কর্মসূচিটি আগামী ২৯ জুন থেকে তিন মাসব্যাপী চলবে। এতে মোট ১৫ জন নবীন ভেটেরিনারি গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন, যাঁদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৫ জন নারী। প্রশিক্ষণার্থীরা একজন একজন করে নির্দিষ্ট স্থানে তিন মাস অবস্থান করে নির্ধারিত বিষয়ে বিশেষায়িত দক্ষতা অর্জন করবেন।

This post has already been read 1097 times!

Check Also

WPSA-BB এর নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচারণা: ফিরে এসেছে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পোল্ট্রি বিজ্ঞান, গবেষণা ও শিল্প সংশ্লিষ্ট শীর্ষ সংগঠন ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স …