Wednesday , July 9 2025

AHCAB নতুন কমিটির অভিষেক : প্রাণিস্বাস্থ্য শিল্পে ঐক্য ও উন্নয়নের অঙ্গীকার!

নিজস্ব প্রতিবেদক: পোল্ট্রিসহ প্রাণীজ স্বাস্থ্য ও পুষ্টি পণ্য উৎপাদনকারী, আমদানীকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সমূহের একমাত্র বাণিজ্যিক সংগঠন এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (AHCAB) এর সাধারণ সভা ও নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু সুফিয়ান। এতে সংগঠনের সদস্যগণ ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রাণিজ আমিষ সেক্টর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি অনন্য মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু সুফিয়ান। তিনি আহকাবের কার্যক্রম ও অবদানকে আন্তরিক প্রশংসা করে বলেন, “এই সেক্টরে একটি রিমার্কেবল চেইঞ্জ এসেছে, যা শুধু এসোসিয়েশনে নয়, পুরো খাতেই ইতিবাচক পরিবর্তন এনেছে। প্রাণিসম্পদ অধিদপ্তর আজ যে অবস্থানে রয়েছে, তার পেছনে এই সংগঠনের সহযোগিতা অনস্বীকার্য।” তিনি বলেন, “এককভাবে কোনো সরকারি প্রতিষ্ঠান টেকসই অগ্রগতি অর্জন করতে পারে না, সম্মিলিত প্রয়াসই হলো সফলতার মূল। আহকাব এই সম্মিলিত প্রচেষ্টার অন্যতম শক্তিশালী ভিত্তি।”

ভেটেরিনারি ড্রাগ অ্যাক্ট প্রসঙ্গে তিনি জানান, মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে প্রতিক্রিয়া পাওয়া গেছে এবং আগামী সপ্তাহে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আইনের প্রণয়নে আহকাবের সক্রিয় সহযোগিতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি।

আহকাবের নবনির্বাচিত সভাপতি সায়েম উল হক বলেন, “নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের প্রতি সংগঠনের সদস্যদের যে আস্থা ও সম্মান প্রকাশ পেয়েছে, তা কেবল একটি ভোট নয়—বরং ভবিষ্যতের জন্য গুরুদায়িত্বের প্রতীক। বিদায়ী কমিটির নেতৃত্ব ও নিরলস পরিশ্রম আমাদের সংগঠনের ভিত্তিকে শক্তিশালী করেছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “প্রাণিস্বাস্থ্য খাত প্রতিনিয়ত নীতিগত ও প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই প্রেক্ষাপটে আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ, দূরদর্শী এবং দায়িত্বশীল নেতৃত্ব। আমরা আগামী দিনে সংগঠনের কর্মপন্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সদস্যদের কল্যাণকে সর্বাগ্রে রাখার অঙ্গীকার করছি।” পাশাপাশি তিনি সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নৈতিক পণ্য ব্যবহারে সচেতনতা এবং ‘One Health’ দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত মহাসচিব মো. আনোয়ার হোসেন বলেন, “এই আলফা টিম -যাদের ২০২৫-২৭ মেয়াদে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের প্রতি সদস্যদের প্রত্যাশা অনেক। আমরা বিশ্বাস করি, চলমান উদ্যোগগুলোর ধারাবাহিকতা বজায় রেখে এবং নতুন কিছু যুক্ত করে এই সংগঠনকে আরও শক্তিশালী ও প্রভাববিস্তারকারী করে তুলতে পারবো।” তিনি বলেন, “সকলের সহযোগিতা পেলে যেকোনো প্রতিবন্ধকতা মোকাবিলা করে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আমরা উল্লেখযোগ্য অবদান রাখতে পারবো।”

অনুষ্ঠানে আহকাবের সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিগণ ছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক আন্তর্জাতিক-জাতীয় বিভিন্ন সংগঠন ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, পেশাজীবী এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণ প্রাণিস্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনা ও সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা তৈরি করে।

এ অভিষেক অনুষ্ঠানটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং প্রাণিস্বাস্থ্য শিল্পে এক নতুন দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতির যাত্রা, যা সম্মিলিত চেষ্টায় একটি টেকসই ভবিষ্যতের দিকনির্দেশনা দেবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

This post has already been read 1002 times!

Check Also

বাফিটার নতুন সভাপতি সুধীর চৌধুরী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাণিজ (পোলট্রি, ডেইরি ও মৎস্য) খাদ্য খাতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক এই …