Thursday 7th of December 2023
Home / অন্যান্য / পবিপ্রবি’তে যৌন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন 

পবিপ্রবি’তে যৌন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন 

Published at জুলাই ১০, ২০১৯

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বুধবার (১০ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্ত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। যৌন নিপীড়ন বিরোধী বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন বিভিন্ন অনুষদের কয়েক শতাধিক শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্যে রাখেন শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মো. মহসিন হোসেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি রেজোয়ানা হিমেল সহ অন্যান্যরা।

বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং তা দ্রুত কার্যকর করতে সরকারের প্রতি জোরালো দাবি জানান। এছাড়াও নারীদের আরো নিরাপত্তা নিশ্চিত করতে জোর দাবি জানান।

This post has already been read 2494 times!