
আসাদুল্লাহ (ফরিদপুর) : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র গোপালগঞ্জের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুরের সহযোগিতায়। ফরিদপুর অঞ্চলে উপযোগী বিনা উদ্ভাবিত জনপ্রিয় জাতসমূহের সম্প্রসারণ এবং বিদ্যমান শস্যবিন্যাসে অর্ন্তভুক্তিকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) জেলা ইমাম প্রশিক্ষণ একাডেমি, গোপালগঞ্জে অনুষ্ঠিত কর্মশালায় বিনা উপকেন্দ্র গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, (ডিএই) ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. সৌরভ অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – বিনা ময়মনসিংহ, এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মাহবুবা কানিজ হাসনা; ডিএই রাজবাড়ীর উপপরিচালক, ড. মো. শহিদুল ইসলাম; ডিএই শরিয়তপুরের উপপরিচালক, মোস্তফা কামাল হোসেন; ডিএই ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান; বিনা ময়মনসিংহের ফলিত গবেষণার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. জুলকার নাইম।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন- বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক, ড. মো. মাহবুবুল আলম তরফদার।
ফরিদপুর অঞ্চলের উপযোগী বিনা উদ্ভাবিত জাতসমূহ বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনায় প্রবন্ধ উপস্থাপনা করেন ডিএই, গোপালগঞ্জের, অতিরিক্ত উপপরিচালক (শস্য), সঞ্জয় কুমার কুন্ডু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- বিনার বিভিন্ন জাতের বীজ সম্প্রসারণের জন্য কৃষি সম্প্রসারণের মাধ্যমে কৃষককের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সকল কৃষি অফিসারদের কাজ করার আহ্বান জানানো হয়। বিনাসহ সকল গবেষণা প্রতিষ্ঠানকে সবজির বীজ, ফলের জাত নিয়ে গবেষণার আহ্বান জানান এবং গবেষণার সকল প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।
উন্মুক্ত আলোচনায় ১৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের এনজিও কর্মী ও কৃষকসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।



