
আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা ইনস্টিটিউটের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুর-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল। সভার শুরুতেই অংশগ্রহণকারী কর্মকর্তারা ডাল গবেষণা ইনস্টিটিউটের মাঠ পর্যায়ে চলমান বিভিন্ন গবেষণা ও প্রযুক্তি কার্যক্রম পরিদর্শন করেন।
সভায় বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ফরিদপুর-এর অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর; বিনা উপকেন্দ্র, গোপালগঞ্জ-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন অর রশিদ; ডাল গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম আহমেদ; রাজবাড়ীর উপপরিচালক কৃষিবিদ ড. মো. শহিদুল ইসলাম; শরিয়তপুরের উপপরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন; গোপালগঞ্জের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান; ফরিদপুর জেলার প্রত্যয়ন অফিসার মো. জাহিদুল আলম; হর্টিকালচার সেন্টার, ফরিদপুর-এর উপপরিচালক বিন-ইয়ামিন এবং সিমিট বাংলাদেশের প্রতিনিধি মো. জসিম উদ্দিন।
সভায় রবি মৌসুমে কৃষকদের মধ্যে বারি-১৪ সরিষার বীজের পরিবর্তে অধিক ফলনশীল বারি-১৫, ১৮ ও ২০ জাতের বীজ ব্যবহারে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি হর্টিকালচার খাতে দেশীয় ফলের চারা উৎপাদন বাড়ানো এবং বারো মাসি কাঁঠালের কলম তৈরি করে কৃষকদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সময়োপযোগিতা নিশ্চিত করতে সারের মজুদ, বরাদ্দ, উত্তোলন ও মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষক পর্যায়ে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।



