
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ জানুয়ারি) নগরীর খামারবাড়িতে এই সভার আয়োজন করা হয়। ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার এস এম বদরুল আলম, বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, বরগুনার উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস, পটুয়াখালীর উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম, ঝালকাঠির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, ডিএই আঞ্চলিক কার্যালয়ের উদ্যান বিশেষজ্ঞ জি এম এম কবীর খান, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।
সভায় চলতি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে যা যা করণীয় তা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে ফলো-আফ বাড়ানোর তাগিদ দেন অতিরিক্ত পরিচালক। তিনি কৃষি সংশ্লিষ্ট সবাইকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরির আহবান জানান। এছাড়া শস্য আবাদে সফলতার জন্য বরিশাল অঞ্চলের ১০ জন কৃষককে পুরস্কৃত করার বিষয়ে সভায় সিন্ধান্ত গৃহীত হয়। সভায় ডিএই, বীজ প্রত্যয়ন এজেন্সি এবং কৃষি তথ্য সার্ভিসে ১৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।



