
রাঙামাটি সংবাদদাতা: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), উপকেন্দ্র খাগড়াছড়ির উদ্যোগে “রাঙামাটি অঞ্চলে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ ও বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তকরণ” শীর্ষক আঞ্চলিক কর্মশালা “বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় আজ রবিবার (১৮ জানুয়ারি) বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন রিগ্যান গুপ্ত,বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা উপকেন্দ্র খাগড়াছড়ি। এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক, “বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্প। তিনি বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও প্রযুক্তির বৈশিষ্ট্য, রাঙামাটি অঞ্চলে এর সম্প্রসারণ সম্ভাবনা এবং বাস্তবায়ন সংক্রান্ত বিদ্যমান সমস্যাবলি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরবর্তীতে কৃষিবিদ আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা তাঁর প্রবন্ধ উপস্থাপনায় মাঠপর্যায়ের বাস্তবতা, কৃষকদের সমস্যা ও প্রযুক্তি সম্প্রসারণে করণীয় বিষয়সমূহ তুলে ধরেন।
উপস্থাপনার পর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তির কার্যকর সম্প্রসারণে প্রতিবন্ধকতা, সম্ভাবনা ও সুপারিশসমূহ উপস্থাপন করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শরিফুল হক ভূঁইয়া, মহাপরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা),ময়মনসিংহ। সভাপতিত্ব করেন কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ, অতিরিক্ত পরিচালক(অতিরিক্ত দ্বায়িত্ব), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,রাঙ্গামাটি অঞ্চল। তাঁরা তাঁদের বক্তব্যে পার্বত্য অঞ্চলে গবেষণা কার্যক্রম জোরদারকরণ ও প্রযুক্তি সম্প্রসারণে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয় এবং গণভোট ২০২৬ সম্পর্কে প্রচারণা করা হয়।



