
রাজশাহী সংবাদদাতা: বৃহস্প্রতিবার (০৮ জানুয়ারি) সকাল ১০ টায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প, ডিএই, খামারবাড়ি প্রকল্পের আওতায় রাজশাহী’তে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন “Scientific lifestyle & Nutritional Food habit” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। খামারবাড়ি, ঢাকার উদ্যোগে এবং রাজশাহী কৃষি সম্প্রসারণ এর সহযোগিতায়। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো: আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসের, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার ড. মো. মোতালেব হোসেন, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আকরাম হোসেন চৌধুরী।
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাজশাহী চীফ সাইন্টিফিক অফিসার (সিএসও) এবং প্রধান ড. মোহাম্মদ হোসেন। উক্ত সেমিনার সভাপত্বি করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড.মো: ইয়াছিন আলি।
প্রধান অতিথি বলেন, এ প্রকল্পের আওতায় বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন পুষ্টি ও পরিবেশ উন্নয়ন্ন এর জন্য কাজ করে যাচ্ছে। এপ্রকল্পটি বসতবাড়ির অব্যবহৃত পতিত জমিতে শাকসবজি, ফলমূল ও মসলা চাষের মাধ্যমে পুষ্টিহীনতা দূরীকরণ, নিরাপদ খাদ্যের জোগান, পারিবারিক আয় বৃদ্ধি এবং পরিবেশ উন্নয়ন করে যাচ্ছে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রকল্পের অধীনে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে বছরব্যাপী পুষ্টির চাহিদা মেটানোর ব্যবস্থা করা হচ্ছে এটি বাস্তবায়নের পরিবারের সদস্যদের জন্য তাজা, পুষ্টিকর ও নিরাপদ শাকসবজি, ফলমূল, মসলার জোগান নিশ্চিত সহজতর হচ্ছে । বাজার থেকে সবজি কেনার খরচ হচ্ছেনা, অতিরিক্ত শাকসবজি বিক্রি করে আয় করেতে পারছে অনেকে। এছাড়াও এ প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট সেট স্থাপনা করে হচ্ছে। কর্মশালায় অংশগ্রহণ করেন রাজশাহী অঞ্চলের রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালকগণ, অঞ্চলের কৃষি গবেষণা ইনষ্টিটিউট, বিএডিসি, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট, সরেজমিন গবেষণা কেন্দ্র ও কৃষি তথ্য সার্ভিসসহ কৃষি সংশ্লিষ্ট বিভাগ ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ।



