
রাঙ্গামাটি সংবাদদাতা:“রাঙ্গামাটি অঞ্চলে উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ ও বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তকরণ”
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), উপকেন্দ্র খাগড়াছড়ির উদ্যোগে “রাঙ্গামাটি অঞ্চলে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ ও বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তকরণ” শীর্ষক আঞ্চলিক কর্মশালা আজ সোমবার (১৯ জানুয়ারি) রাঙ্গামাটি জেলার নিউ মার্কেটস্থ আশিকা কনভেনশন হলের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি “বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।
কর্মশালার কার্যক্রম সকাল সাড়ে ৯ টায় নিবন্ধনের মাধ্যমে শুরু হয়। এরপর সম্মানিত অতিথিবৃন্দের আগমন, পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, পবিত্র গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব রিগ্যান গুপ্ত, বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, খাগড়াছড়ি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোঃ মাহবুবুল আলম তারফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক, “বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্প, বিনা, ময়মনসিংহ।
প্রবন্ধের ওপর আলোচনা করেন কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটি এবং কৃষিবিদ ওঙ্কার বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি। আলোচনায় পাহাড়ি অঞ্চলের উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি
ড.মোহাম্মদ আশিকুর রহমান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপপ্রকল্প-পরিচালক,” বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ ” প্রকল্প,বিনা, ময়মনসিংহ এবং এস.এম খালিদ সাইফুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর,কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাঙ্গামাটি।
এরপর উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনগণ বাস্তব মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও সুপারিশ উপস্থাপন করেন। বিশেষ অতিথিবৃন্দের বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. শরিফুল হক ভূঞা, মহাপরিচালক, বিনা, ময়মনসিংহ। তিনি পাহাড়ি অঞ্চলে টেকসই কৃষি উন্নয়নে গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ, অতিরিক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটি অঞ্চল। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত কর্মশালার মাধ্যমে পাহাড়ি অঞ্চলে বিনা উদ্ভাবিত উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।



